ad720-90

টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামবে ২০২২-এ


আগামী ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হতে চাইছে জাপানি এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ২০২৫ সালের শেষ নাগাদ বৈশ্বিকভাবে ৭০টির মতো বিভিন্ন বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিকল্পনা রয়েছে টয়োটার। সম্প্রতি এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা।

বৈদ্যুতিক ওই ৭০টি গাড়ির মধ্যে ১৫টি থাকবে একদম নতুন বৈদ্যুতিক গাড়ির মডেল। এর প্রায় অর্ধেকই পড়বে প্রতিষ্ঠানটির নতুন ‘বিয়ন্ড জিরো’ ব্র্যান্ডের অধীনে। নতুন বিজেড৪এক্স এসইউভি উন্মোচনের মধ্য দিয়ে এ ব্যাপারটিরই সূচনা করলো প্রতিষ্ঠানটি। আপাতত ‘কনসেপ্ট কার’ পর্যায়ে থাকলেও টয়োটা শীঘ্রই এটিকে রাস্তার নিয়ে আসবে।

এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, জাপানে ও চীনে এর উৎপাদন শুরু হচ্ছে। টয়োটা আশা করছে, ২০২২ সালের মধ্যবর্তী সময় নাগাদ বিজেড৪এক্স বিক্রি শুরু করবে তারা। 

এমনিতে বিজেড৪এক্স এর ব্যাপারে তেমন কিছু জানায়নি টয়োটা। শুধু জানা গেছে, সুবারুর সঙ্গে মিলে গাড়িটি তৈরি করেছে টয়োটা এবং এতে দেখা মিলবে তাদের নতুন ব্যাটারি ইলেকট্রিক-ই-টিএনজিএ পাওয়ারট্রেইনের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar