ad720-90

বছরের শেষে পিএস৪ এবং পিএস৫-এ আসছে অ্যামাং আস


পিএস৪ এবং পিএস৫ প্ল্যাটফর্মের গেইমারদের জন্য থাকছে বিশেষ স্কিন, টুপি ও পোষ্য। এগুলোরে প্রত্যেকটিই ক্লাসিক প্লেস্টেশন ফ্র্যাঞ্চাইজ ‘র‌্যাচেট অ্যান্ড ক্ল্যাংক’ থেকে অনুপ্রাণিত।

সম্প্রতি এ ব্যাপারে টুইট করেছে অ্যামাং আস নির্মাতা ইনার স্লথ। সনির স্টেট অফ প্লে লাইভস্ট্রিম চলাকালেও নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, এরই মধ্যে নিনটেনডো সুইচে চলে এসেছে গেইমটি। ২০২১ সালে এক্সবক্স সিরিজ এক্স এবং এস প্ল্যাটফর্মেও আসার কথা রয়েছে অ্যামাং আসের।

স্বাধীন ঘরানার ডেভেলপার স্টুডিওর তৈরি গেইম অ্যামাং আস। ২০১৮ সালে মোবাইল এবং পিসি প্ল্যাটফর্মের জন্য নিয়ে আসা হয়েছিল গেইমটি।

কিছুদিন আগে গেইমটিতে বড় এক আপডেটও এসেছে। ওই আপডেটে নতুন ম্যাপ ‘দ্য এয়ারশিপ’ পেয়েছেন গেইমাররা।  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar