ad720-90

প্রতিমিনিটে গড়ে ৫পয়সায় কথা বলুন | এয়ারটেল রবিতে পানির দামে মিনিট অফার | ২টাকাতে ৫০মিনিট যতখুশি ততবার


আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি বলেছেন চমৎকার একটা মিনিট অফার শেয়ার করব,
অফারটা শেয়ার করার মুল কারন হচ্ছে যারা ফোন দিয়ে বেশি বেশি কথা বলেন ইদানিং অনেক কস্টে আছেন সেটা হলো-

আইপিকলঃ
আইপিকল হলো বাংলাদেশের সবচেয়ে কমরেট কথা বলার একটি সার্ভিস তার মধ্যে Brilliant Connect, Amberit, Alaap BTCL,তার পর Link3 জনপ্রিয় কয়েকটা সর্ভিস, আরো সার্ভিস আছে তবে ই সার্ভিস গুলো বেশ জনপ্রিয়, যার মাধ্যমে দেশের সবচেয়ে কম রেটে কথা বলা যায় যেমন প্রতি মিনিটে ৩০পয়সা কথা বলার সুযোগ পাওয়া যায়,কিন্তু ৭ই মে থেকে BTRC নির্দেশে সকল প্রকার আইপিকলের সর্বনিম্ন কলরেট ৩০পয়সা থেকে এখন সর্বনিম্ন ৪০পয়সা করা হয়েছে যা ভ্যাট সহ কারে ৪৩-৪৬পয়সা পড়তে পারে😆

সাথে আমাদের এমবি খরচ হিসাব করলে ৫৫পয়সা -৬০পয়সাও পরতে পারে,তারপর আবার বাজে ভয়েস কলিং,
সব মিলিয়ে এখন আর আমাদের এটা পুষাবে না আমাদের কথা হলো তাহলে এয়ারটেল সিমের ৪৮পয়সা কলরেট কোনো রিচার্জ ছারাই ওইটা কেমন! *123*48#

আসুন এসব আইপিকল বয়কট করে, সিমের অফারে চলে আসি,
আজকে এয়ারটেল এবং রবি সিমের একটা সার্ভিস শেয়ার করবো যা দিয়ে আপনি প্রতি মিনিটে ০.০৪৮৮পয়সা পরতে পারে,

মানে ৫পয়সার কম, অভাক হচ্ছেন, অভাক হওয়ার কথা এমন অফার আবার আছে হ্যা আছে,
এটা শুধু এয়ারটেল এবং রবিতে চলবে,তবে হ্যা এই টাইপের সার্ভিস বাংলালিংকেরও আছে চাইলে ইউজ করতে পারেন,

বাংলালিংকের ২টাকাতে ৫০ মিনিট

👉Click Here

তো আজকে আমি এয়ারটেল সিমে এবং রবির ২টাকাতে ৫০মিনিট এই অফার এর কথা বলছি আপনি মিনিট হিসাব করেন? কত পয়সা পরে প্রতি মিনিটে দেখুন অভাক হয়ে যাবেন!আপনি যদি দিনের-পর-দিন ঘন্টার পর ঘন্টা কারো সাথে কথা বলে থাকেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই সার্ভিসটি ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনি বেশ লাভবান হবেন দেখবেন মিনিট ফুরাবেইনা,

তো আজকে আমি কথা বলবো এই ২টাকার প্যাকেজ দিনে একবার নেয়া যায় কিভাবে আনলিমিটেড এই প্যাকেজ পার্সেস করবো,আমাদের ১০০০মিনিট এই সিস্টেমে নিলে ৪০টাকার মতন পরবে যা ভ্যাট সহ করে একটু বেশি পরতে পারে,এই প্যাকটি দৈনিক একবারের বেশি নেয়া যায় না,আমি আনলিমিটেড নেয়ার ট্রিকটি শেয়ার করবো, দিনে যতবার নিতে চান ততবারই নিতে পারবেন,
তবে হ্যা কিছু শর্ত ত আছেই, এই সর্ভিসে শর্তগুলো দেখুন-

শর্তগুলো দেখুনঃ-

১) যার সাথে কথা বলবেন তাকেও এই ২টাকার একটা প্যাকেজ কিনতে হবে।
২) এটা শুধু এয়ারটেল রবিতে কল দিতে পারবেন!
৩) মিনিটের মেয়াদ থাকবে ১দিন।
৪) এই সার্ভিস অটুরেনোয়াল ১দিন পর পর ২টাকা করে অটোমেটিক কেটে নিবে!
৫) 016***/018*** সরাসরি নাম্বার তুলে কল দেয়া যাবে না, সার্ভিস চালু করলে একটা নাম্বার দেয়া হবে এই নাম্বার এর মাধ্যমে কল দিতে হবে,নাম্বার হাইড থাকবে।
[Note]এই সার্ভিস ভালো না লাগলে দয়া করে বন্ধ করে দিন,আর নয়তো প্রতিনিয়ত ২টাকা৪৪পয়সা ভ্যাট সহ কারে কাটবে,

প্রথমে প্যাকটি নিতে একটা নম্বরে সরাসরি কল দিন
23443
তারপর 1 Press করুন কলটি কেটে দিন ফিরতি একটা মেসেজ আসবে, Y লিখে সেন্ড করুন,

ব্যাস চালু হয়ে গেলো আমাদের সার্ভিস, এখন কি ফিরতি আরেকটা মেসেজে আপনাকে 5 সংখ্যার একটা ID Code দিবে,

এটা আপনার নাম্বার, এই ধরনের সার্ভিস সম্পর্কে সবারই মুটামুটি আইডিয়া,এই সার্ভিস ২জনেরই ক্রয় করতে হয়,যার সাথে কথা বলবেন তাকে বলবেন Buy করার জন্য সেও যদি Buy করে, তাকে এই আইডি কোড দিবেন অথবা যাকে কল দিবেন তার আইডি কোডটি নিন,
কল দেয়ার আগে 23443তারপর আইডি কোড যেমন 23443[12345]

Example স্বরুপ 1234 তুলে দেখালম,

এখন আনলিমিটেড নেয়ার ট্রিক আগের বারে আমাকে অনেকে বলছেন যে এটা একদিনে একবার নেয়ার পর আর নেয়া যায় না,তাই এই মিনিটটি ফুরাবেন তারপর STOPVC লিখে সেন্ড করুন 23443 এই নাম্বারে সেন্ড করে সার্ভিসটি শুধু আপনিই বন্ধ করুন, তারপর আবার নতুন করে সার্ভিসটি চালু করে নিন, যাকে কল দিবেন তাকে বারবার চালু বন্ধ করতে হবে না,তারও যেহেতু অটু রেনুয়াল নিয়মিত 2taka কেটে নিবে,

তো এই সার্ভিসটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই সার্ভিসটা বন্ধ করে দিবেন আর নয়তো অটু ২টাকা৪৪পয়সা কেটে নিবে, STOP VC লিখে সেন্ড করুন 23443 তাহলে Unsubscribe হয়ে যাবে,
সর্বশেষ একটা কথা বলবো আপনার যদি এই অফারটি দেখে মনে হয় ফেইক তাহলে সরাসরি এয়ারটেল Helpline কল দিয়ে,সর্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে পারেন,কারো মন চাইলে এই সার্ভিসটি নিতে পারেন,

তারপরো না বুজলে Youtube ভিডিওটি দেখে আসুন,👉 Click Here

So Friend আপনি যদি এই ধরনের পোস্ট নিয়মিত পেতে চান, তাহলে আমাদের সাইট থেকে ঘুরে আসতে ভুলবেননা 👉 Techshohor24

ভালো লাগলে এই পোস্টটিতে ১টা লাইক দিবেন রিকোয়েস্ট থাকবে👍

এই ছিলো আজকের পোস্ট,রিকোয়েস্ট থাকবে একটাই ,এই পোস্টটটি সবাই একটি শেয়ার দিবেন আপনাদের বন্ধুদের কাছে,

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনাই করি,
আল্লাহ হাফেজ,





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar