ad720-90

সেমিকন্ডাক্টর উৎপাদনে সক্ষমতা বাড়াতে চায় জাপান


নিককেই এর এক প্রতিবেদনে উঠে এসেছে, জাপান সরকার গবেষণা স্থাপনাটির মোট খরচ তিন হাজার সাতশ’ কোটি ইয়েনের অর্ধেক বহন করবে। এ খবরের সূত্র সম্পর্কে কোনো তথ্য দেয়নি নিককেই।

ফেব্রুয়ারিতে টিএসএমসি জানিয়েছিল, টোকিওর কাছে সামগ্রী গবেষণা স্থাপনা খুলবে তারা। এ কাজে ১৭ কোটি ৮০ লাখ ডলার খরচ করবে বলেও জানিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, জাপান সেমিকন্ডাক্টর খাতে নিজেদের সক্ষমতা বাড়াতে তাইওয়ানিজ প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে আগ্রহী।

ইবিডেন এবং টিএসএমসি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

স্ব-চালিত গাড়ি, ৫জি, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে সব ক্ষেত্রেই চিপের চাহিদা বেড়েছে। এদিকে, করোনাভাইরাস মহামারীর মুখে পড়ে বৈশ্বিক চিপ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

এ মাসেই পৃথক প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করেছিল, স্থানীয়ভাবে উন্নত সেমিকন্ডাক্টর এবং ব্যাটারির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছে জাপান। গোটা কাজটিই এ বছরের প্রবৃদ্ধি লক্ষ্য হিসেবে করতে চাইছে দেশটি। এ খাতে অর্থ বরাদ্দও বাড়াবে তারা। জুনের শুরুতে এ সংক্রান্ত খসড়া প্রবৃদ্ধি নকশাটি চূড়ান্তকরণের কথা রয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar