ad720-90

ওয়েব নির্মাতাদের জন্য নতুন ‘ইনসাইট’ টুল আনছে গুগল


পাঠকরা কনটেন্টকে কীভাবে নিচ্ছেন তা বোঝার ব্যাপারটি নতুন এই ফিচার সহজ করে দেবে বলে প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ। মূলত সব ধরনের কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যবহারকারীর জন্য ব্যবহারকারী বান্ধব ইন্টারফেইসে তথ্য উপস্থাপনের কাজ করবে এটি।

ফিচারের মাধ্যমে উচ্চ মাত্রার চার্ট এবং কার্ড দেখা যাবে। ‘ইয়োর নিউ কনটেন্ট’ এবং ‘গুগল সার্চ’ এর পরিসংখ্যানও দেখা যাবে এর মাধ্যমে। গুগল বলছে, কোনটি ব্যবহারকারীর সর্বোচ্চ কার্যকরী কনটেন্ট এবং সেটির কোন অংশটি ট্রেন্ডিংয়ে রয়েছে – ইত্যাদি প্রশ্নগুলো ওই ফিচারের মাধ্যমে জানা যাবে।

এমনকি মানুষ কীভাবে ওয়েবে ব্যবহারকারীর কনটেন্ট খুঁজে পাচ্ছে তা-ও জানা যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar