ad720-90

অকুলাস ভিআর হেডসেটে বিজ্ঞাপন দেখাবে ফেইসবুক


আপাতত গোটা বিষয়টিকে ‘পরীক্ষা’ বলছে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি। শুরুতে ভিআর গেইম ‘ব্যালস্টন’ –এ ভেসে উঠবে বিজ্ঞাপন। পরে অন্যান্য ডেভেলপারের গেইমেও একই ধরনের বিজ্ঞাপন চোখে পড়বে।

ফেইসবুক বলছে,আরও বড় পরিসরে ভার্চুয়াল রিয়ালিটিতে বিজ্ঞাপন আনার আগে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া শুনবে তারা। প্রতিষ্ঠানটি ভিআর এর জন্য “অভিনব নতুন বিজ্ঞাপন কাঠামো” পরীক্ষার কথাও জানিয়েছে।

ফেইসবুক অকুলাসকে কিনে নেওয়ার কিছুদিন পর ২০১৭ সালে প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা পালমার লাকি নেক্সট ওয়েবকে বলেছিলেন,“আমরা কখনও আপনাকে ট্র্যাক করব না, বিজ্ঞাপন দেখাব না, বা আক্রমণাত্মক কিছু করব না।”

অকুলাস ওয়েবসাইটের এক ব্লগে বলা হচ্ছে, আমরা ডেভেলপারদের জন্য অর্থ আয়ের নতুন সুযোগ অনুসন্ধান করছি – “আমরা যে স্ব-টেকসই প্ল্যাটফর্ম আনতে চাইছি তা নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ অংশ, এটি বিভিন্ন ব্যবসা মডেল সমর্থন করতে পারবে যা নতুন ধরনের কনটেন্ট ও দর্শককে টানবে।”

চাইলে ব্যবহারকারীরা সুনির্দিষ্ট বিজ্ঞাপন বা কোনো সুনির্দিষ্ট বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন আড়াল করে দিতে পারবেন। নিজেদের গোপনতা নীতি একই থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে ফেইসবুক।

আপনি বিজ্ঞাপনে ক্লিক করেছেন কি না, যদি করে থাকেন তাহলে কীভাবে করেছেন, – সে বিষয়ে ফেইসবুক নতুন তথ্য পাবে। অকুলাস সমর্থন পেইজের মাধ্যমে গ্রাহকদের নিজ প্রতিক্রিয়া জানাতে বলছে ফেইসবুক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar