ad720-90

ম্যাকাফিকে প্রত্যর্পণের অনুমোদন দিল স্পেনের আদালত


ম্যাকাফির হাতে অবশ্য এখনও সুযোগ রয়েছে। চাইলেই স্পেনের আদালতে এ বিষয়ে আপিল করতে পারবেন তিনি। ম্যাকাফির ভাষ্যে, ২০২০ সালে লিবার্টারিয়ান পার্টি প্রার্থী হিসেবে মার্কিন নির্বাচন লড়তে চাওয়ার কারণেই তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস।

স্প্যানিশ আইনজীবি কার্লোস বাতিস্তা বলছেন, ম্যাকাফি শুধুই একজন কর ফাঁকি দাতা। এ ব্যাপারে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। মার্কিন নির্বাচনে লিবার্টারিয়ান পার্টি খুব বেশি হলে এক শতাংশের বেশি ভোট পায় বলেও উল্লেখ করেছেন তিনি।

মার্কিন আইজীবিরা অক্টোবরে ম্যাকাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দায়ের করে। তাদের অভিযোগ ছিল, ম্যাকাফি কর ফাঁকি দিয়েছেন এবং ইচ্ছাকৃতভাবে হিসেব দাখিল করেননি।

এর ঠিক আগ দিয়েই মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ম্যাকাফির বিরুদ্ধে সিভিল অভিযোগে (বাংলাদেশে দেওয়ানী মামলা বলা হয়) মামলা দায়ের করেছিল। অভিযোগ ছিল, তিনি ভুল ও বিভ্রান্তিকর ক্রিপ্টোকারেন্সি পরামর্শের মাধ্যমে দুই কোটি ৩১ লাখ ডলার আয় করেছেন।

ম্যাকাফিকে শুধু ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালের কর ফাঁকির অভিযোগের সম্মুখীন হওয়ার জন্যই প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে স্পেনের আদালত।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar