ad720-90

তেল চালিত ফোক্সভাগেন ইউরোপে ২০৩৫-এর পর বিক্রি বন্ধ


“ইউরোপে আমরা ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এর কিছু সময়ের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে কম্বাশ্চন এঞ্জিন যানবাহন ব্যবসা থেকে বেরিয়ে যাব।”- ফোক্সভাগেন বোর্ডের বিক্রয় বিষয়ক সদস্য ক্লাউস জেলমার বলেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

“দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় রাজনৈতিক পরিস্থিতি এবং অবকাঠামো এখনও অনুপস্থিত থাকার কারণে সেখানে এটি বাস্তবায়নে বেশি সময় নেবে।”

জেলমার বলেন, ২০৫০ সালের মধ্যে পুরো ফোক্সভাগেন গাড়ি বহর  কার্বন নিরপেক্ষ হওয়া উচিত।

ইউরোপে ২০৩০ সাল নাগাদ মোট বিক্রয়ের শতকরা ৭০ ভাগ বৈদ্যুতিক গাড়ি জন্য লক্ষ্য স্থির করেছে প্রতিষ্ঠানটি। এটি প্রতিষ্ঠানটিকে ইউরোপীয় ইউনিয়নের কঠোর জলবায়ু লক্ষ্যমাত্রার জন্য প্রস্তুত করবে, হয়তোবা সেটি অতিক্রমেও সাহায্য করবে।

ইইউ নীতিনির্ধারকরা তেলচালিত গাড়ি বিষয়ে কঠোর অবস্থান গ্রহন করায় গাড়ি নির্মাতারাও কম নির্গমন প্রযুক্তির উন্নয়নে বাধ্য হয়েছে। অনেক ক্ষেত্রে কার্বন নির্গমনের সীমা অতিক্রমে জরিমানার মুখোমুখিও হয়েছে তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar