ad720-90

বাজে বল করলেও মাহমুদউল্লাহর চোখে ‘চ্যাম্পিয়ন’ সাকিব


লাস্টনিউজবিডি, ০৭ আগস্ট: সাকিব আল হাসান কি না এক ওভারেই খেলেন পাঁচ ছক্কা! ডেন ক্রিশ্চিয়ানের কাছে সাকিব বল হাতে এক ওভারে খেলেন পাঁচ ছক্কা। অবশ্য এমন হতেই পারে। ক্রিকেট তো জীবনের মতোই। ভালো বা খারাপ, দুই রকমের দিনই আসতে পারে। কিন্তু যখন এত অল্প লক্ষ্য, এক ওভারে ৩০ রান তোলার পরও ম্যাচ শেষ ওভারে গড়ায়। অস্ট্রেলিয়ানরা হারিয়ে ফেলে সাত উইকেট।তখন একটু আফসোস হয়। সাকিবের ওভারটা অন্যরকম হলে গল্পটা হয়তো ভিন্ন হতো।

মাহমুদউল্লাহ মানছেন, ওই ওভারেই ম্যাচ বের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সাকিবের প্রতি তার বিশ্বাস আগের মতোই দৃঢ়। ক্যারিয়ারে অনেক ম্যাচ জেতানো সাকিব হয়তো প্রথমবার এমন পরিস্থিতির সামনে পড়েছেন। তাই অতীত মনে করিয়ে দিতেই কিনা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘আমরা সবাই জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার।’

তবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ক্যারিয়ারে আর কখনো দেখেননি। এই প্রথম বল হাতে খেয়েছেন ৫ ছক্কা। অবশ্য এক ওভারে ৩০ রান দিয়েছেন আগেও। ২০১৯ সালে জিম্বাবুয়ে রায়ান বার্ল মিরপুরেই তিন ছক্কা ও চারে করেছিলেন ৩০ রান।

আরও পড়ুন: অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়াঅলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার স্বর্ণ জিতলো ব্রাজিল

অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের ৬ বলে ৫ ছক্কা হাঁকান ক্রিস্টিয়ান। আর তাতেই ম্যাচটি নিজেদের করে নেয় অজিরা। সাকিব বাজে বল করলেও মাহমুদউল্লাহর চোখে তিনি ‘চ্যাম্পিয়ন’। চতুর্থ টি-টোয়েন্টি হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলে গেছেন, ‘ক্রিস্টিয়ানো এক ওভারেই ম্যাচটি বের করে নিয়ে গেছেন, কিন্তু টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। আমরা সবাই জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই সুযোগ হারিয়েছে স্বাগতিকরা। সফরকারীদের বিপক্ষে ৩ উইকেটে ম্যাচ হারের বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, আজকের (শনিবার) উইকেটই ব্যাটিং করার জন্য কঠিন ছিল।

মাহমুদউল্লাহর বক্তব্য, ‘গত কয়েক ম্যাচের মধ্যে আজকের উইকেট ছিল সবচেয়ে কঠিন। এছাড়া রান তাড়া করা সব সময়ই কঠিন। আজকে আমরা পারিনি।’

চতুর্থ টি-টোয়েন্টিতে উইকেট মূল্যায়ন করতেও ভুল করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর স্বীকারোক্তি, ‘আমরা ঠিকমতো উইকেট মূল্যায়ন করতে পারিনি। এটি ছিল ১২০ রানের উইকেট। ব্যাটসম্যান হিসেবে আমাদের সতর্ক ও বিচক্ষণ হতে হবে। তারপরও বোলাররা ম্যাচ ১৯ ওভারে নিয়ে আসতে পেরেছে, কৃতিত্ব তাদের।’

মোস্তাফিজের ২ ওভার থাকলেও একেবারে শেষ দিকে এসে তাকে ব্যবহার করার কারণ ব্যাখ্যা করেছেন মাহমুদউল্লাহ এভাবে, ‘আমরা মোস্তাফিজকে ১৯তম ওভারের জন্য রাখতে চেয়েছিলাম, এজন্য ওকে পরে আনা। বোলাররা ভালো করেছে, যা ব্যাটসম্যানরা পারেনি।’

লাস্টনিউজবিডি

সর্বশেষ

The post বাজে বল করলেও মাহমুদউল্লাহর চোখে ‘চ্যাম্পিয়ন’ সাকিব appeared first on Lastnewsbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar