ad720-90

পিসিতে NordVpn প্রিমিয়াম একদম ফ্রিতেই ইউজ করবেন যেভাবে


NordVpn কি?

NordVpn ওয়ার্ল্ড এর বেস্ট কয়েকটা প্রিমিয়াম ভিপিএন এর মধ্যে একটা। যেটা ২০১৯ সালে বেস্ট ভিপিএনের Award পেয়েছিলো।

যেহেতু প্রিমিয়াম জিনিস টাকা-পয়সা খরচ করে সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ফ্রিতেই ইউজ করবেন 🙂

যেভাবে NordVpn প্রিমিয়াম একদম ফ্রিতেই আপনার পিসিতে ইউজ করবেন

NordVpn ফ্রিতে পিসিতে ইউজ করার জন্য আমাদের যা যা লাগবে Nordvpn এর Old App আর Nord Vpn প্রিমিয়াম একাউন্টস ।

নতুন এপে Authentication Bypass করা যায়না, বাট পুরানা এপ ইউজ করলে আর এসব ঝামেলা হয়না।

Nord Vpn এর প্রিমিয়াম একাউন্টস

Nord Vpn এর Premium Accounts এখানে দিলে পোস্টের বারোটা বেজে যাবে কারণ অনেক বড় লিস্ট আর রেগুলার আপডেট করতে হয়। এজন্য আমি আলাদা পেইজে অনেকগুলো একাউন্ট দিয়ে দিয়েছি এবং ঐগুলো আমি রেগুলার আপডেট করার ট্রাই করবো।

[Get NordVpn Premium Accounts] এ ক্লিক করে আপনারা প্রিমিয়াম একাউন্টের পেইজে চলে যান এবং একাউন্টগুলো কালেক্ট করে নিন

তবে আপনাদেরও সাহায্য লাগবে আমার, কোন কোন একাউন্ট কাজ করে না সেটা একটু টেলিগ্রাম বা অন্য কোন মাধ্যমে আমাকে জানালে রিমুভ করে আপডেট করবো।

ডাউনলোড করে নিন Nord Vpn এর Old Version

আপনাদের জন্য NordVpn এর পুরানা ভার্সন আমি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি জাস্ট  [এখানে ক্লিক] করে ডাউনলোড করে নিন। Nord Vpn এর নতুন ভার্সনে এখন Authentication প্রবলেম হয়, এজন্য Authentication বাইপাস করার জন্য পুরনো ভার্সন ইউজ করতে হবে

ডাউনলোড করার পর প্রিমিয়াম একাউন্ট দিয়ে লগিন করে যেকোন সার্ভারে কানেক্ট করে ইউজ করতে থাকুন 😎

[বিঃ দ্রঃ] একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন না, যদিও আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে আপনি remind me later এ ক্লিক করে skip করবেন। আর এপ তো ভুলেও আপডেট দিবেন না 😑
এপ আপডেট দিলেই বাঁশ খাবেন, কোন একাউন্ট কাজ করবে না।

NordVpn Server Connection সমস্যার সমাধান

অনেকসময় দেখা যায় NordVpn কোন সার্ভারেই কানেক্ট হয়না বা কানেক্ট হতে অনেক টাইম নেয়। এটা হয় যখন এক একাউন্ট একসাথে অনেকে ইউজ করেন।

সেক্ষেত্রে, আপনারা প্রথমে আপনার NordVpn এর সেটিং এ চলে যাবেন

এবং একাউন্ট থেকে লগ আউট করে নিবেন

তারপর আমার দেয়া অন্য যেকোন একটা NordVpn একাউন্ট দিয়ে লগিন করবেন দেখবেন যেকোন সার্ভারেই কানেক্ট হয়ে যাবে 😘

ভুলেও ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাবেন না

মার্ক কাকু এখন অনেক সচেতন ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকলেই আইডি লক করে দেয় তাই NordVpn অন থাকা অবস্থায় ফেসবুক চালাবেন না, প্রয়োজনে Disconnect করে চালাবেন আবার পরে কানেক্ট করে নিবেন।

তবে, অনেকসময় ফেসবুকের অনেক কাজের জন্য (Single Name করতে, আরো হ্যানত্যান কাজ করতে) ভিপিএন লাগে । ঐটা আলাদা হিসাব।

যদি আপনার ভিপিএন ইউজ করা লাগে তখন করতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে রিস্কের দরকার নাই।

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★[Windows] পিসিতে প্রয়োজনীয় নোট রাখার জন্য সেরা অফলাইন ক্লিপবোর্ড অ্যাপ!

★★এশিয়ান গেমসে সংযুক্ত করা হচ্ছে পাবজিসহ ৮ টি ই-স্পোর্টসকে অর্থাৎ পাবজি মোবাইল খেলেই বাংলাদেশ অর্জন করতে পারবে স্বর্ণপদক 😮





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar