ad720-90

ইনস্টাগ্রামে আসছে ‘টেক অ্যা ব্রেক’


জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ‘টেক অ্যা ব্রেক’ নামের নতুন এক ফিচার চালু করছে।

গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে এই ফিচার চালু করার ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী অ্যাডাম মোসেরি। তিনি বলছেন, ইনস্টাগ্রামে কিশোরদের আসক্তি নিয়ন্ত্রণেই নতুন ফিচার আনার উদ্যোগ নেয়া হয়েছে।

ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার মুখপাত্রের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, এই ‘টেক অ্যা ব্রেক’ ফিচার নির্দিষ্ট সময় পর ব্যবহারকারীদের এই অ্যাপ থেকে বেরিয়ে যেতে নির্দেশনা দেবে।

এই নির্দেশাবলি কখন দেখানো হবে ব্যবহারকারী নিজেও সেই সময়সীমা বেঁধে দিতে পারবেন। তা হতে পারে ১০, ২০ বা ৩০ মিনিট পরপর। ব্যবহারকারীরা চাইলে আরও বেশি বিরতি নিতে পারবেন। সে ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

অন্যদিকে বেশ কিছুদিন আগেই একই ধরনের ফিচার চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এবার টিকটকের পথেই গেল ইনস্টাগ্রাম। তথ্য সূত্র: টেকজুম ডটটিভি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar