ad720-90

পিক্সেল ল্যাব দিয়ে প্রফেশনাল কভার ফটো বা থাম্বনেইল বানানোর উপায়


আমরা সবাই জানি পিক্সেল ল্যাব হচ্ছে মোবাইল দিয়ে ফটো ইডিট করার সেরা একটি অ্যাপ।

মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব অ্যাপে আপনি প্রফেশনাল পিকচার বানাতে পারবেন খুব সহজেই।

পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে আপনি একাধারে ইউটিউব ও ওয়েবসাইটের থাম্বনেইল প্রোফাইল পিকচার, লোগো, ট্রান্ফারেন্ট ইমেইজ, প্রোফাইল পিকচার ফ্রেম সহ আরো অনেক ডিজাইনের ফটো বানাতে পারবেন।

আপনি যদি মোবাইল দিয়ে ওয়েবসাইট পরিচালনা করেন তবে ল্যাব হবে আপনার প্রথম চয়েস।

কারন পিক্সেল ল্যাব যেকোনো ইমেইজ তৈরি করা সহজ ও আকর্ষনীয়। 

পিক্সেল ল্যাব অ্যাপে আপনার মনের মতো বাংলা সহ ইংলিশ ফন্ট যুক্ত করতে পারবেন।

কীভাবে পিক্সেল ল্যাবে কাষ্টম ফন্ট যুক্ত করতে হয় সেটি নিয়ে অনেক আগেই একটি পোষ্ট করেছি আপনি ইচ্ছে করলে সেই পোষ্টটি পড়ে নিতে পারেন।

যখন কোনো থাম্বনেইলে বাংলা সহ অন্যান্য কাষ্টম ফন্ট যুক্ত করবেন তখন আপনার তৈরিকৃত লোগোটি হবে আরো সুন্দর ও আকর্ষনীয়। 

পিক্সেল ল্যাব নিয়েতো অনেক কথা বললাম এবার দেখে নিন 

কীভাবে বানাবেন?

পিক্সেল ল্যাবে প্রফেশনাল থাম্বনেইল বা কভার ফটো বানানোর জন্য আপনাকে প্রথমেই পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করতে হবে।

ডাউনলোড করার পর অপেন করুন। 

অপেন করার পর স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর দেখুন color কালার নামে একটি আপশন আছে এটিতে ক্লিক করুন।

তারপর দেখুন অনেক কালার দেখাচ্ছে এব্র গ্রাডিয়েন্ট Gradient একটি অপশন আছে এটিতে ক্লিক করুন।

তারপর আপনি আপনার ইচ্ছামতে গ্রাডিয়েন্ট কালার নির্বাচন করুন। 

আপনি যদি গ্রাডিয়েন্ট না দিয়ে পিকচার দিয়ে বানাতে চান তবে ব্যাকগ্রাউন্ড ইমেইজ থেকে আপনার কাঙ্কিত ইমেইজটি সিলেক্ট করে নিবেন।

এখন হচ্ছে লেখার কাজ লেখার জন্য আপনাকে A আইকনে ক্লিক করতে হবে।

এবার নিউ New তে ক্লিক করে আপনি যা লিখতে চান সেটি লিখুন এবং সেইভ করে নিন।

এবার আপনার পচন্দমতো ফন্ট সিলেক্ট করে দিন তবেই আপনার লোগো বা থাম্বনেইল তৈরি হয়ে যাবে।

এবার হচ্ছে সেইভ করার পালা।

সেইভ করার জন্য আপনাকে উপরে বাম কোনায় একটি সেইভ আইকন দেওয়া আছে এটিতে ক্লিক করে সেইভ করে নিবেন।

উপসংহারঃ

আমি এই পোষ্টে আপনাদের পাই পাই করে বোঝাতে চেষ্টা করেছি যদি আপনার কোনো অংশ বোঝতে সমস্যা হয় তবে কমেন্ট করে জানাতে পারেন।

অথবা আপনি বাড়িতে বসে কয়েকবার চেষ্টা করতে পারেন। 

কিছু দিন চেষ্টা করলে পিক্সেল ল্যাবের সকল ব্যবহারবিডি বোঝে যাবে তাই আপনার জন্য উত্তম হবে বাড়িতে বসে কয়েকবার চেষ্টা করা।

The post পিক্সেল ল্যাব দিয়ে প্রফেশনাল কভার ফটো বা থাম্বনেইল বানানোর উপায় appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar