ad720-90

২০২০ সালে মিডিয়াটেকের আয় বেড়েছে  ৫৩ শতাংশ


তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা জায়ান্টট মিডিয়াটেক ২০২১ সালে রেকর্ড ১ হাজার ৭৬০ কোটি ডলার আয় করেছে। যা ২০২০ সালে ছিল ১ হাজার ১৫০ কোটি ডলার। ২০২০ সালের চেয়ে ৫৩ শতাংশ আয় বেড়েছে তাদের। এ নিয়ে টানা চার বছর আয় বাড়ল চিপ নির্মাতা কোম্পানিটির। ফাইভজি ও ওয়াইফাই ৬-এ বিনিয়োগ বৃদ্ধি এবং সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে আয় বেড়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক ডেল গাই বলেন, গত বছর মিডিয়াটেকের ফাইভজি ও ফোরজি এসওসির চাহিদা তুঙ্গে ছিল। এছাড়া চতুর্থ প্রান্তিকে চিপসেটের মূল্যবৃদ্ধি তাদের বার্ষিক আয়ে প্রভাব রেখেছে।

সফলতার সঙ্গে ২০২১ পার করার পর নতুন বছর নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে মিডিয়াটেক। গত বছরের চেয়ে তাদের আয় ৪৭০-৫১০ কোটি ডলার বাড়তে পারে, যা ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের চেয়ে ২-১০ শতাংশ বেশি। মিডিয়াটেক সবচেয়ে আশাবাদী তাদের ডাইমেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ প্রসেসর ও ফাইভজি নিয়ে। মার্চে উন্মোচন হতে যাওয়া এ চিপসেটের গ্রাহক থাকছে অপো, ভিভো ও শাওমির মতো স্মার্টফোন বিক্রেতা জায়ান্ট। 

২০২২ সালে তাইওয়ানভিত্তিক কোম্পানিটির আয় বছরওয়ারি ২০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। সক্ষমতা বৃদ্ধির দিক থেকে স্থানীয় আরেক চিপ নির্মাতা জায়ান্ট টিএসএমসিকে গত বছর বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মিডিয়াটেক। ২০২২-ও তাদের জন্য আরেকটি সফল বছর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্মার্টফোন চিপসেট সেগমেন্টে মিডিয়াটেক বিশেষ মনোযোগ দিয়েছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে তাদের ৩৯ শতাংশ বাজার হিস্যার লক্ষ্যমাত্রা তাইওয়ানভিত্তিক কোম্পানিটির। আরেক প্রতিদ্বন্দ্বী কোয়ালকমের বাজার হিস্যা ২৯ শতাংশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্মার্টফোন চিপসেটের ওপর ভর করে দীর্ঘমেয়াদের আয় বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মিডিয়াটেক।সূত্র:বনিকবার্তা





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar