ad720-90

মোবাইলে ইন্টারনেটের স্পিড বাড়ানোর সহজ উপায়


এখন আমরা প্রায় সবাই ফোর জি স্মার্টফোন ব্যবহার করি। সেইসঙ্গে বেশিরভাগ সময়েই থাকে আনলিমিটেড ডেটা কানেকশন। কিন্তু অনেকসময়েই দেখা যায় যে ফোর জি ইন্টারনেট কানেক্টিভিটি থাকা সত্ত্বেও ওয়েবপেজ লোড হতে অনেকটা বেশি সময় নিয়ে নিচ্ছে। অথচ কিছু ছোট বিষয়ে খেয়াল রাখলেই আমাদের মোবাইলের ইন্টারনেটের স্পিড বাড়তে পারে।

আসুন জেনে নেই সেইসব উপায়

১.অটো ডাউনলোড আপডেটগুলি ডিসেবল করে দিন।

২.ফোন রিস্টার্ট করুন।

৩. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন।

৪. মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।

৫. মোবাইলের ‘ক্যাশড ডাটা’ ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।

৬. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।

৭. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে। তথ্য সূত্র: অনলাইন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar