ad720-90

সামাজিক মাধ্যমে ট্রাম্পের স্থায়ী নিষেধাজ্ঞা চান মিশেল ওবামা


ইতোমধ্যেই নতুন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্লক করার ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এর কয়েক ঘণ্টা পরেই এই আহ্বান জানালেন মিশেল ওবামা।

বৃহস্পতিবার টুইটারে এক পোস্টে মিশেল বলেন, “সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলোর এই দানবীয় আচরণ বন্ধ করার এখনই সময়। এমনকি এই প্ল্যাটফর্মগুলো থেকে এই লোকটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করাও যেতে পারে।” 

একইসঙ্গে দেশের নেতাদের এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি বন্ধে নীতিমালা আনার কথাও বলেছেন তিনি। 

গত বছরের গ্রীষ্মে ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস’ আন্দোলনকারীদের সঙ্গে যতোটা অনমনীয় আচরণ হয়েছিল, তার সঙ্গে বুধবার ক্যাপিটলে বিদ্রোহীকারীদের সঙ্গে করা আচরণের তুলনাও প্রকাশ পেয়েছে মিশেল-এর পোস্টে। 

পাশাপাশি মার্কিনিরা নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে একটি সুযোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

বুধবারের আগ পর্যন্ত টুইটার, ফেইসবুক, ইউটিউব এবং অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে ট্রাম্পকে অনেকটা স্বাধীনভাবেই পোস্ট করতে দেওয়া হয়েছে। এর ফলে তিনি তার ক্ষমতাকালে ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে নানা মিথ্যা পোস্ট করেছেন, শুধু কিছু ক্ষেত্রে পোস্টগুলো বিতর্কিত তথ্য হিসেবে উপস্থাপিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনবিসি। 

ফেইসবুক ছাড়াও বুধবার ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয় টুইটার। বৃহস্পতিবার ইউটিউবেও নির্বাচন নিয়ে মিথ্যা দাবি করা ভিডিওগুলোতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar