ad720-90

তৃতীয় পক্ষের ডিভাইসে এলো সিরি


নতুন ঘোষণার মানে হচ্ছে, অ্যাপল তৈরি করেনি এমন তৃতীয় পক্ষের হোমকিট ডিভাইসে আসবে সিরি। এ প্রসঙ্গে অ্যাপল হোমকিটের ইয়াহ ক্যাসন বলেছেন, “আমাদের বিশ্বাস, সিরিকে যখন বাসা জুড়ে পাওয়া যায় তখন এটি সবচেয়ে বেশি শক্তিশালী। এজন্যই আমরা তৃতীয়-পক্ষের ডিভাইসে সিরিকে আনতে বেশি আগ্রহী।”

ক্যাসন আরও বলেন, “প্রথমবারের মতো, হোমকিটের অ্যাকসেসরি নির্মাতারা নিজ ডিভাইসে সিরিকে সচল করে দিতে পারবেন, ফলে আপনি সিরির সঙ্গে আরও অনেক ডিভাইসের মাধ্যমে কথা বলতে পারবেন।”

তবে, এভাবে সিরি চালাতেও ব্যবহারকারীর নেটওয়ার্কে হোমপড বা হোমপড মিনি থাকার প্রয়োজন পড়বে। অনেকটা স্বরের রাউটিং এজেন্ট হিসেবে কাজ করবে এটি।

উল্লেখ্য, অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্টেন্টও নানাবিধ তৃতীয় পক্ষের ডিভাইসে রয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar