কোটি মাইলের ছবি রয়েছে গুগলের হাতে
বিশ্বের মোট বসবাসস্থলের ৯৮ শতাংশের ছবি তোলা হয়েছে বলেও দাবি করেছে গুগল। ওই ছবিগুলো ‘গুগল আর্থ প্রজেক্টসের’ অধীনে তোলা হয়েছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের। এতো ছবি হাতে থাকায় ‘গুগল ম্যাপস’ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছে ভার্জ। ছবি প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটকে গুগল ম্যাপসের পণ্য পরিচালক… read more »