চীনে স্মার্টফোন কারখানা বন্ধ করছে সনি
সাম্প্রতিক সময়ে ক্ষতির মুখে রয়েছে প্রতিষ্ঠানের স্মার্টফোন ব্যবসা। সামনের বছর থেকে এই খাতে লাভ ফিরিয়ে আনতে বন্ধ করা হচ্ছে কারখানাটি। সনির দুর্বল খাতগুলোর একটি এখন স্মার্টফোন। চলতি মাসে শেষ হওয়া অর্থবছরে এই খাতে ক্ষতির পরিমাণ বলা হয়েছে ৮৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার– খবর রয়টার্সের। প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, চলতি মাসের শেষ এই কারখানায় উৎপাদন… read more »