উবারে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে পেইপাল
শুক্রবারই আইপিও চালুর শর্তাবলী প্রকাশ করেছে উবার। প্রতিষ্ঠানটির আইপিও মূল্যের ওপরই ব্যক্তিগত বিনিয়োগ করবে পেইপাল– খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র। লজিস্টিকস এবং যাতায়াত সেবায় ‘সুপারঅ্যাপ’ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিষ্ঠানটির আর্থিক সেবা থাকাটা জরুরি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সুপারঅ্যাপ হলো এমন ধরনের অ্যাপ্লিকেশন যেখানে গ্রাহকরা যাতায়াত, কেনাকাটা এবং লেনদেনের মতো অনেক সেবা একসঙ্গে পান। যারা শুধু… read more »