করোনাভাইরাস সার্চে নিরাপত্তা টিপস দেখাবে গুগল
ডব্লিউএইচও’র তথ্যভাণ্ডার থেকেই সুরক্ষা টিপস এবং সংবাদের আপডেট দেখানো হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যেই গুগলের এই এসওএস অ্যালার্ট চালু করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। গুগল ডটঅর্গের পক্ষ থেকে আড়াই লাখ মার্কিন ডলারের তহবিল দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় চাইনিজ রেড ক্রসে দেওয়া হবে এই তহবিল। উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের… read more »