স্রেফ ১০ মিনিটে চার্জে গাড়ি যাবে দুইশ' মাইল
ব্যাটারির নতুন নকশার কারণে বৈদ্যুতিক গাড়িগুলোকে অবশেষে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়িগুলোর সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিতে সহায়তা করবে বলেও দাবি গবেষকদের– খবর আইএএনএস-এর। গবেষকরা বলেন ব্যাটারি প্রতি ১০ মিনিট চার্জে বৈদ্যুতিক গাড়ি ২০০ মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যাটারির চার্জিং সাইকল ২৫০০তে সীমিত থাকবে। ফলে এক ব্যাটারি দিয়ে পাঁচ লাখ মাইলের বেশি পথ পাড়ি… read more »