ad720-90

স্মার্টফোনের সাহায্যে বদলানো যাবে টিভির চ্যানেল


টিভির রিমোট কাজ করেছে না? আর চিন্তা নেই। আপনার স্মার্টফোনকে আপনি রিমোট হিসেবে  ব্যবহার করতে পারবেন ৷ আপনার ফোনেতেই রয়েছে অপসনটি৷ নতুন প্রযুক্তি এক্ষেত্রে সাহায্য করবে স্মার্টফোনকে স্মার্ট টিভি, অ্যান্ডয়েড টিভি বক্স, ফায়ার টিভি স্টিক হিসেবে ব্যবহার করার৷ স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করতে জেনে রাখুন পদ্ধতিটি৷

জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়-

স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকা জরুরি ৷ স্মার্ট টিভি এবং স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক৷ Android 4.4 সম্পন্ন হতে হবে স্মার্টফোনটিকে৷ এছাড়া, দেখতে হবে স্মার্ট টিভিটি যেন apk ফাইলকে সাপোর্ট করে ৷

প্রাথমিক সেট-আপ-

পুরো প্রক্রিয়াটিতে প্রয়োজন পড়বে একটি অ্যাপের, CetusPlay ৷ অ্যাপটিকে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে ৷ অনেক সময় ফোনে ইনস্টল করা অ্যাপটি অটোমেটিকলি টিভিতে ইনস্টল হয়ে যায় ৷ অন্যথা ইউজার আলাদাভাবে পেনড্রাইভ ব্যবহার করে অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন ৷

স্মার্টফোনকে টিভির রিমোট বানাতে ফলো করুন স্টেপগুলিকে-

১) ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন ৷ টিভির ডিভাইসটি স্মার্টফোন দেখাবে কিছুক্ষণের মধ্যে ৷

২) স্মার্টফোনে আসা সমস্ত পার্মিসনগুলিকে অ্যাক্সেপ্ট করুন৷ এরপর, কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন ৷

৩) বেশ কিছু অপসন আসবে৷ সেখান থেকেই রিমোট টাইপ অপসনটি বেছে নিন ৷

৪) শুধুমাত্র টিভি রিমোট হিসেবেই নয় অ্যাপটি ব্যবহার করতে পারবেন আরও অন্যান্য কাজেও ৷

৫) বিল্ট-ইন অ্যাপ সেন্টার-যেখানে ইউজার পেতে পারেন স্মার্ট টিভিতে ব্যবহারের উপযোগী একাধিক অ্যাপের হদিশ ৷

৬) স্কিন ক্যপচারের মাধ্যমে টিভি স্ক্রিনসট তুলতে সাহায্য করবে ৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar