মার্চে ফোল্ডএবল স্মার্টফোন আনবে স্যামসাং
৫জি নেটওয়ার্ক সমর্থনকারী গ্যালাক্সি এস১০-এর সঙ্গে নতুন এই ফোল্ডএবল স্মার্টফোনটি উন্মোচন করা হবে বলে সোমবার এক সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে– খবর আইএএনএস-এর। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেই গ্যালাক্সি এস১০ উন্মোচন করতে পারে স্যামসাং। পরবর্তীতে ফোল্ডএবল গ্যালাক্সি এফ এবং গ্যালাক্সি এস১০-এর একটি ৫জি সংস্করণ আনবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। আগের সপ্তাহে স্যামসাং ইলেকট্রনিকস প্রেসিডেন্ট… read more »