ad720-90

কম্পিউটারের SSD কি, SSD সম্পর্কে জেনে নিন,যারা এখনো জানেন না জেনে নিন।


আসসালামু আলাইকুম
ও হিন্দু ভাইদের আদাব।

বর্তমান যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ।
যতই দিন যাচ্ছে, প্রযুক্তি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।
থেমে নেই প্রযুক্তির উন্নতির।
আগে কম্পিউটার রাখার জন্য, অনেক বড় ঘর লাগতো।
কিন্তু এখন, অল্প একটু জায়গায় কম্পিউটার রাখা যায়।
কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি,
আজ আপনাদের মাঝে, নতুন প্রযুক্তির কথা নিয়ে আলোচনা করবো।
আজকের বিষয় হলো ssd।

আমরা সবাই জানি কম্পিউটারে হার্ডডিক্স বা HDD ব্যবহার করা হয়।
তথ্য ও প্রযুক্তির উন্নতির ফলে হার্ডডিক্স থেকে এখন উচ্চগতিসম্পন্ন SSD বাজারে পাওয়া যায়।
হার্ডডিস্ক থেকে SSD অনেক ফাস্ট, ও দ্রুতগতিসম্পন্ন।

হার্ডডিক্স :

এস এস ডি:

এ দুটি থেকে হয়তো বুঝে গেছেন,
হার্ডডিক্স এবং SSD।

এস এস ডি হলোঃ সলিড স্টেট ড্রাইভ।

এক কথায় বলতে গেলে, হার্ডডিক্স থেকে SSD অনেক ফাস্ট ও দ্রুতগতিসম্পন্ন।
আর এখন বাজারে, SSD অনেক ভালমানের পাওয়া যায়।
হার্ডডিক্স থেকে SSD কম্পিউটারে লাগালে, ফাস্ট এবং দ্রুতগতিসম্পন্ন যে কোন কাজ সহজে করা যায়।

হার্ডডিস্ক থেকে SSD, ছোট সাইজের হয়।
হার্ডডিস্ক থেকে SSD এর দাম হয়তো একটু বেশি।
তবে হার্ডডিস্ক থেকে SSD অনেক ভালো।
আমরা অনেক সময় ধারনা করি Ram কম এজন্য কম্পিউটার স্লো কাজ করে।
আসলে অনেক সময় হার্ডডিক্স না লাগাইয়ে SSD লাগালে সে কম্পিউটারে গতি অনেক বেড়ে যায়।
সুতরাং, SSD অনেক ভাল উচ্চগতিসম্পন্ন।
আজ এ পযন্ত, সবাই ভাল থাকবেন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

Sk Shipon-অফিশিয়াল ফেসবুক পেজ

ধন্যবাদ

The post কম্পিউটারের SSD কি, SSD সম্পর্কে জেনে নিন,যারা এখনো জানেন না জেনে নিন। appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar