ad720-90

কীভাবে জানবেন আপনার কম্পিউটার কতক্ষণ ধরে অন আছে?


আপনি কী জানতে চান আপনার কম্পিউটার বা ল্যাপটপ কতক্ষণ ধরে অন আছে? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

আমরা যখন সর্বশেষ বার কম্পিউটার বন্ধ করার পর পুনরায় অন করি তখন কতক্ষণ ধরে কম্পিউটারটি অন আছে তা জানতে চাই। অনেকেই কিভাবে জানতে হয় তা না জানার ফলে আর চেক করা হয় না।

আজকের এই আর্টিকেলে আমরা উইন্ডোজ (Windows), ম্যাক (Mac) এবং লিনাক্স (Linux) অপারেটিং সিস্টেমগুলোর কম্পিউটারে কতক্ষণ ধরে কম্পিউটার চালু আছে সেটা চেক করবো।

 

প্রথমত,

আমরা দেখবো উইন্ডোজে কীভাবে চেক করতে হয় কম্পিউটার কতক্ষণ ধরে চালু আছে।

আপনার কম্পিউটারের Task Manager এ যান।

Task Manager এ যাওয়ার পর উপরে থাকা Performance ট্যাবে যেতে হবে।

এরপর CPU ট্যাবে ক্লিক করুন। আপনি এই অপশনটি পাবেন টাস্ক ম্যানেজারের বাম দিকে।

 

[আপনি যদি উইন্ডোজ ৭ অথবা তারও নিচের অপারেটিং সিটেম ব্যবহার করেন তাহলে এই পদ্ধতি এড়িয়ে যেতে হবে]

এরপর আপনি সেইম স্ক্রিনের নিচে থেকে ‘Up Time’ হেডিং খুঁজুন।

এবার আপনি ‘Up Time’ হেডিং এর নিচে দিন একটি টাইম ফরম্যাট দেখাচ্ছে। যা DD: HH: MM: SS ফরম্যাটে প্রদর্শিত হবে এবং আপনি কম্পিউটার বা ল্যাপটপটি শেষবার বন্ধার করার পর থেকে কতক্ষণ ধরে আবার পুনরায় চালু আছে তা নির্ধারণ করবে।

 

উদাহরণ দিয়ে বুঝানো যায় যে, এখানে “01:16:23:21” এর একটি আপ টাইম মানে আপনার কম্পিউটার বন্ধ না করে একদিন, ষোল ঘন্টা, তেইশ মিনিট এবং একুশ সেকেন্ডের জন্য চালু আছে।

অবশ্যই পড়ুনঃ নেটওয়ার্ক কি? (What is Network in Bengali)

দ্বিতীয়ত,

আমরা দেখবো ম্যাক-এ কীভাবে চেক করতে হয় কম্পিউটার কতক্ষণ ধরে চালু আছে।

অ্যাপল আইকনে ক্লিক করুন। এটা আপনি উপরের বাম কোণায় দেখতে পাবেন। এরপর এখানে ক্লিক করার পর একটি ড্রপডাউন মেন্যু আসবে।

এখন আপনি ‘About This Mac‘ এ ক্লিক করুন। এটা আপনি অ্যাপল আইকনে ক্লিক করার পর ড্রপডাউন মেন্যুর প্রথমেই পাবেন।

 

System Report‘- এ ক্লিক করুন।

এবার ‘Software‘ হেডিং এ ক্লিক করুন। এই অপশনটি আপনি স্ক্রিনের বাম দিকে দেখতে পাবেন।

এখন আপনি ‘Time since boot‘ হেডিং খুঁজুন। এই অপশনটি আপনি পাবেন সফটওয়্যার হেডিং এ ক্লিক পর যে স্ক্রিনটি আসবে তার নিচে। Time since boot হেডিং এর ডান পাশে থাকে টাইম/ সময় নির্ধারণ করে যে আপনার ম্যাকটি শেষ বন্ধ হওয়ার পর থেকে পুনরায় কতক্ষণ ধরে চালু আছে।

 

তৃতীয়ত,

আমরা দেখবো লিনাক্স-এ কীভাবে চেক করতে হয় কম্পিউটার কতক্ষণ ধরে চালু আছে।

 

Terminal অপেন করুন।

 

আপনি সহজেই টার্মিনাল খুঁজে পাবেন আপনার ডিস্ত্রিবিউশনের অ্যাপলিক্যাশ মেন্যুতে। যদি আপনি GNOME ব্যবহার করেন থাকেন সেক্ষেত্রে আপনি ⊞ Win এ প্রেস করুন এবং টাইপ করুন ‘Terminal’. তাহলেই আপনি পেয়ে যাবেন।

 

এখন যে স্ক্রিনটি আসবে তাতে আপনি টাইপ করুন ‘uptime -p’ এবং কীবোর্ডের ‘Enter‘-এ প্রেস করুন। এরপর আপনার দেখাবে কতক্ষণ ধরে চালু আছে।

 

[কোনো স্ক্রিনশট সংগ্রহ করতে না পারায় স্ক্রিনশট শেয়ার করা যায়নি। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত]

 

আশা করি আমাদের আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি শিখেছেন আপনার কম্পিউটার শেষবার বন্ধ করার পর পুনরায় অন হওয়ার পর কতক্ষণ ধরে চলছে। আমরা চেষ্টা করেছি আর্টিকেলটি সহজ ভাষায় বুঝাতে এবং এও আশা করি যে আমরা আপনাকে সহজেই বুঝাতে পেরেছি। এছাড়াও আপনি এমন ধরণের আরো আর্টিকেল পেতে এই ক্যাটাগরিতে প্রবেশ করতে পারেন। যদি আর্টিকেলটি বুঝতে আপনার কোনোপ্রকার সমস্যা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাতে ভুলবেন না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar