ad720-90

APK EASY TOOL বেসিক ম্যানুয়াল | হ্যাকিং হবে আরো সহজে ২-২🔥


আজ আমি আপনাদের কাছে  APK EASY TOOL নামক টুলটির ইউসার ম্যানুয়াল শেয়ার করবো ।& আজকের এই পোস্ট এ আপনাদের কে দেখাব কিভাবে আপনারা টারমাক্স এপ এ APK TOOL ইন্সটল করবেন ও ব্যাবহার করবেন । 

 

কারো জানা থাকলে ইগনোর করুন । যারা জানে না তাদের জন্য এই পোস্ট

 

APK TOOL ইন্সটল করার জন্য প্রথমে জাভা ইন্সটল করতে হবে ।

জাভা INSTALLATION ON TERMUX :

  • apt update -y && apt upgrade -y
  • apt install wget git -y
  • wget https://raw.githubusercontent.com/MasterDevX/java/master/installjava
  • bash installjava

 

 

নোট : TERMUX APP এ জাভা ডিরেক্ট ইন্সটল করা যায় না । এটি জাভার আন-অফিসিয়াল রিলিজ । তাই এটি কিছু কিছু ডিভাইস এ সাপোর্ট নাও করতে পারে ।

 

জাভা INSTALLATION ON LINUX :

  • apt-get update -y && apt-get upgrade -y
  • apt-get install wget openjdk-8-jre -y

 

ইন্সটলেশন শেষ হবার পর টাইপ করুন java --version   যদি নিচের ছবির মত আসে তাহলে বুজবেন জাভা ইন্সটল হয়ে গিয়েছে ।

 

APK TOOL ইন্সটলেশন :

  • wget https://raw.githubusercontent.com/iBotPeaches/Apktool/master/scripts/linux/apktool
  • wget https://bitbucket.org/iBotPeaches/apktool/downloads/apktool_2.4.1.jar -O apktool.jar
  • chmod +x apktool apktool.jar
  • mv -vf apktool apktool.jar $PREFIX/bin

এবার apktool লিখলে যদি নিচের মত আসে তাহলে বুজবেন apktool  ইন্সটল হয়ে গিয়েছে !!!

 

 

APK TOOL ইউসার মানুয়াল ঃ

কোন APK ডিকম্পাইল করতে টাইপ করুন apktool d apk.apk

এখানে apk.apk হলো আপনি যেই apk ডিকম্পাইল করতে চান !

-o output হলো যেই ফোল্ডার এ আপনি ডিকম্পাইল করা apk ফাইল সেভ করতে চান ! এটি না দিলেও সমস্যা নাই ।

আমি আপনাদেরকে Z-ARCHIVER এপটি ডিকম্পাইল করে দেখাচ্ছি !!

 

 

কোন APK কম্পাইল করতে টাইপ করুন apktool b apkdata -o output.apk

এখানে apkdata হলো আপনি যেই apk কম্পাইল করতে চান তার ডাটাবেস ফোল্ডার ।

-o output হলো যেই নাম এ আপনি কম্পাইল করা apk ফাইল সেভ করতে চান ! এটি না দিলেও সমস্যা নাই ।

 

 

APK SIGNING :

আনড্রয়েড APK কম্পাইল করলেই তা রান করা যাবে না ! কম্পাইলড APK রান করতে হলে প্রথমে তা SIGN করতে হবে । কোন apk এর SIGNATURE এর কারনেই মূলত গুগল প্লে প্রটেক্ট তা ব্লক করে । আপনারা TERMUX/LINUX দিয়েও SIGNING করতে পারবেন । তবে তা করা অনেক জটিল ও  প্লে প্রটেক্ট ব্লক করতেও পারে । আবার METASPLOIT এর PAYLOAD সমুহ প্লে প্রটেক্ট ব্লক করে দেয় । 😉

তাই আমি আপনাদের APK SIGNATURE চেঞ্জ করার এপ দিচ্ছি । 🙂

 

ZIP SIGNER এই এপ দিয়ে আপনারা সহজেই যেকোনো এপ সাইন করতে পারবেন । জাস্ট  এপ এ প্রবেশ করুন ইনপুট ফাইল  এ আপনি যেই এপটি সাইন করতে চান তার নাম দিন এবং SIGN THE FILE TAP করুন ! তবে এই এপ দিয়ে কত দিন গুগল প্লে প্রটেক্ট বাইপাস করা যাবে তার কোন গ্যারান্টি নেই । 🙁

 

 

তাই আপনাদের কে পিসির APK EASY TOOL এর ম্যানুয়াল শিখাব ! গত পোস্ট এ আপনাদেরকে APK EASY TOOL এর ডাউনলোড লিঙ্ক দিয়েসিলাম & শর্ট পোস্টের কারনে বহুত গালিও খেয়েছি 🙁

পূর্বের পোস্ট – CLICK HERE    🙁

আজ দেখাব কিভাবে আপনারা এই টুলটি ইন্সটল করবেন ও ব্যবহার করবেন । 🙂

APK EASY TOOL ইন্সটল করার জন্য প্রথমে আপনাদেরকে জাভা ইন্সটল করতে হবে ।

JAVA INSTALL on PC :

প্রথমে এই ওয়েবসাইট থেকে জাভা ইন্সটলার টি ডাউনলোড করে নিন !

 

এবার ইন্সটলার ফাইল টি তে ডাবল ক্লিক করুন ও অটোমেটিক জাভা ইন্সটল হয়ে যাবে ।

Install Java on Windows - WhatIsMyBrowser.com

APK EASY TOOL INSTALL on PC :

আগের পোস্ট এ শেয়ার করা লিঙ্ক থেকে আপনার উইন্ডোজ এর অপারেটিং সিসটেম এর জন্য প্রয়োজনীয় APK EASY TOOl সেটআপ ফাইল ডাউনলোড করুন । এবার আনজিপ করুন ও সেটআপ ফাইলটি তে ডাবল ক্লিক করুন । অটোমেটিক APK EASY TOOl ইন্সটল হয়ে যাবে ।

apktool এর লেটেস্ট ভার্সন লিচের লিংক থেকে ডাউনলোড করে নিন

 

 

এবার অপশনস এ যান & APKTOOL এর লেটেস্ট ভার্সন সিলেক্ট করে দিন

 

লেটেস্ট ভার্সন হলো 2.3.4 । লেটেস্ট ভার্সন সিলেক্ট করা থাকলে কিছু করার দরকার নেই। নিচে আপনি আপনার আউটপুট ডিরেক্টরি চেঞ্জ করতে ও পারবেন  । 😉

APK EASY TOOL ম্যানুয়াল :

 

DECOMPILE APK

APK EASY TOOL ওপেন করার পর এইখান এ চেপে আপনার APK ফাইল টি সিলেক্ট করুন

 

 

নিচে দেখবেন আপনার এপ টির কিছু ইনফরমেশন দেখাবে। কোনো APP DECOMPILE করতে DECOMPILE বাটন এ চাপুন।

 

LOG OUTPUT বাটন এ চাপ দিলে আপনি কনসোলের মতো উইন্ডো তে ডিকম্পাইলিং প্রসেস দেখতে পারবেন

 

 

কোনো এপ এর ফুল ইনফরমেশন বের করতে হলে FULL APK INFORMATION এ ট্যাপ করুন তাহলেই আপনি আপনার এপ এর ফুল ইনফরমেশন পেয়ে যাবেন !!

 

 

RECOMPILE & SIGN APK :

কোনো এপ রিকম্পাইল করতে চাইলে প্রথম এ SELECT বাটন এর পাশের SELECT DECOMPILED APK বাটন এ চাপুন & ডিকম্পাইল্ড এপ এর ডিরেক্টরি সিলেক্ট করে দিন ।  তারপর COMPILE বাটন এ চাপুন।

 

 

COMPILE সাকসেসফুল হওয়ার পর SIGN বাটন এ ট্যাপ করুন ।

 

 

SIGN SUCCESSFUL লেখা আসলে বুজবেন আপনার এপ রিবিল্ড হয়েছে & ফোন এ ইনস্টল করতে পারবেন !!!

এই পদ্ধতিতে METASPLOIT এর PAYLOAD কেও গুগল প্লে প্রটেক্ট ব্লক করতে পারবে না ! গুগল প্লে প্রটেক্ট বাইপাস করতে চাইলে আপনার PAYLOAD কে RECOMPILE & SIGN  করে নিন APK EASY TOOL দিয়ে।

# কিছু কথা ঃ

অনেকেই ভাবতে পারেন এই টুল দিয়ে সব APK ডিকম্পাইল করা যায় । তাহলে নেটফ্লিক্স , আমাজন এর মত এপ ও হ্যাক করা সম্ভব । কিন্তু তাদের জন্য ২ বালতি সমবেদনা 🙂 । সেইসব প্রতিষ্ঠান তাদের সারভার এর সাথে ২৪/৭ এপ এর কানেকশন বজায় রাখে । এখন অনেকেই বলবেন এর মাধ্যমে তাদের সারভারের এর আড্রেস পাওয়া যাবে !! কিন্তু ভাই তারা এইসব AES-256 BIT ENCRYPTION এর মাধ্যমে সিকিউর রাখে । এটি হলো বর্তমানের সব থেকে সিকিউর মেথড !!! তবে অনেক কম সিকিউর অ্যাপ এর মাধ্যমে PATCH করা সম্ভব । এই টুল কোন খারাপ কাজে লাগালে APK EASY TOOl এর ডেভেলপার , ট্রিকবিডি কিনবা আমি দায়ি হব না 😉

আশা করি বিগত পোস্ট / এই পোস্ট এর জন্য গালি খাব নাহ 🙁 একটি পোস্ট লিখতে অনেক সময় লাগে সেটি মাথায় রাখবেন !

 

আজ এই পর্যন্তই। নতুন নতুন ট্রিক পেতে TrickBD এর সাথেই থাকুন।

 

FIND ME ON ,

 

 FACEBOOK          |          GITHUB          |          INSTAGRAM          |          OTHERS





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar