ad720-90

ইয়াহ্হু…দেখে নিন কোন ওয়ার্ডপ্রেস সাইট কি থিম ব্যবহার করেছে। সাথে আরো এক্সট্রা ডিটেইলস!


এ টিউটোরিয়ালটি ওয়েব মাস্টাদের জন্য খুবই উপকারী টিউটোরিয়াল হতে পারে।

আমরা অনেকে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকি। যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা একেবারেই সিম্পল। কারণ এতে ব্যবহারযোগ্য ফিচার রয়েছে। আর আজকাল অনেক এককথায় প্রায় ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা হয়। এমনকি আমাদের ট্রিকবিডিও ওয়ার্ডপ্রেস দ্বারাই তৈরি।

তো আমরা যারা ওয়েব মাস্টার বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আকর্ষণ করি, তারা প্রায় সময়ই হয়তো ভাবেন যে এই সাইটটা কি থিম ব্যবহার করেছে? কারণ একটি থিমের ডিজাইনই ওয়েবসাইটকে আকর্ষণীয় করে। তাই অনেকে ঐ ওয়ার্ডপ্রেস সাইটের থিম দেখতে ব্যাকুল হয়ে ওঠে।

আর আপনাকে অপেক্ষা করতে হবে না, এখনই চেক করুন কোন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি থিম ব্যবহার করে। সাথে ঐ থিম সম্পর্কে আরো ইনফো অর্থাৎ তথ্য তো থাকছেই। এছাড়াও ঐ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের কোন কোন প্লাগিন ব্যবহার করছে তাও দেখতে পাবেন।

ওহ ভাই আর অপেক্ষা হচ্ছে না…ও তাহলে তো, ডাইরেক্ট একশন Let’s start!

কোন ব্রাউজার ওপেন করে whatwpthemeisthat সাইটটিতে যান।

এবার আপনি যে সাইটটি চেক করতে চান তার অ্যাড্রেস লিখে “সার্চ” আইকন চাপুন। উদাহরণস্বরূপ, https://trickbd.com

দেখুনতো এরপর কি হলো:

ওহ মাই গড! একি! কোথাও কি থিম, আর প্লাগিন ইউস করেছে তা তো এল না?
আরে…আমি থাকতে চিন্তার কি? কেনই বা আসল না?

হ্যাঁ, এটি না আসার কারণ হলো এ সাইটটি ওয়ার্ডপ্রেস সাইট হলেও সাইটটি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে সাইট কাস্টমাইজ করি নি। তারা নিজেরাই আলাদা তৈরি করা থিম (কাস্টম থিম) ব্যবহার করে সাইট কাস্টমাইজ করেছে। এজন্য আসে নি।

আচ্ছা তাহলে তো জানতে হবে কখন চেক করলে কি থিম ইউস করেছে তা দেখাবে না, আর কখনই বা দেখাবে।

হ্যাঁ, চলুন জানা যাক।

কোন কোন কারণে এটি কাজ করবে না?
(১) যখন সাইটের অ্যাড্রেস ভুল হবে।

(২) যখন সাইটটি ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা হয়নি। উদাহরণস্বরূপ:

এখানে সাইটটি ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি না হওয়ায় কাজ করছে না।

(৩) যদিও সাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম ব্যবহার করেনি। অর্থাৎ নিজের তৈরি করা কাস্টম থিম ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ, নিচের কাজটিকে বলা যেতে পারে।


আরে ভাই তো কখন চেক করলে কাজ করবে?

হ্যাঁ, কাজ করবে। তবে তখনই যখন সাইটটি ওয়ার্ডপ্রেসের থিম ব্যবহার করবে। এমনকি ব্যবহার করার পর যদি সবকিছু কাস্টমাইজ করে নিজের মতো করে নেয়, তবেও আসবে। অন্যথায় কথা হলো, যদি সাইটটি ওয়ার্ডপ্রেসের থিমই ব্যবহার না করে তবে কাজ করবেই না। অর্থাৎ বলা যেতে পারে, সাইটটি ওয়ার্ডপ্রেসের থিম ব্যবহার করার পর যাই করে না কেন মানে পুরো থিমটিকেই পাল্টে দেক না কেন তখন সকল তথ্য আসবেই।

উদাহরণস্বরূপ, নিচের সাইটটির কথা বলা যেতে পারে। অনেকবার ট্রাই করার পর এটা ট্রাই করে দেখলাম, সকল তথ্য এসেছে। অর্থাৎ কাজ করেছে।

কারণ হল সাইটটা ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করেছে। এরপর সবকিছু নিজের মতো কাস্টমাইজ করেছে এবং সবকিছু পাল্টে দিয়েছে। (তা আমি পূর্বেই বলেছিলাম)

তো এখানে ওয়ার্ডপ্রেসের থিম পাল্টে (কাস্টমাইজ করে) নিজের মন মতো ডিজাইন করে নিয়েছে।

দেখুন অলরেডি সকল তথ্য এসে পরেছে। Theme Name, Description, Author Hompage, Theme Hompage, Version, License, Screenshot সব এসেছে। (এবং সবগুলো কাস্টমাইজ করে নিজের ডিজাইন করেছে।

শুধু থিম ইনফো নয়, এমনকি ওয়ার্ডপ্রেসের কি কি প্লাগিন ইউস করেছে তাও এসে পড়েছে।


হা, হা। এবার কিন্তু থিম সম্পর্কিত পুরো ডিটেইলই জেনে গেলেন। আর কি বাকি?

এবার থিমটা নিজেও ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি কেন? এখনই চেক করে নিন আপনার পছন্দের সাইটটিকে!

পরবর্তীতে আবারো নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো সময় কাটাবে, এমনটাই আশা করি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar