ad720-90

এবার আপনার উইন্ডোজ পিসিতে লিনাক্স টারমিনাল ইন্সটল দিন নতুন নিয়মে। (Without iso, virtual box)


আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে। আজকের পোস্ট এ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা windows 7, 8, 10 এ লিনাক্স টারমিনাল ইন্সটল দিবেন কোনো iso ফাইল ছাড়া। যারা আমার মত লিমিটেড ইন্টারনেট ইউজার তাদের এই পোস্ট কাজে লাগবে। তো চলুন পোস্ট শুরু করি।

Requirements

1. CygWin (Download from here)
2. windows 7,8,10 32bit/64bit PC

তো সবার আগে উপরের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন আপনার পিসির বিট অনুসারে। বেশি বড় না মাত্র এক এমবি। তারপর সফটওয়্যারটি রান করুন। তারপর নিচের স্টেপ ফলো করুন।

Install from internet এ ক্লিক করে Next এ ক্লিক করুন।

root directory সিলেক্ট করুন এবং All user বা Just me সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

Network setting যেভাবে আছে সেভাবে রাখুন। তারপর Next এ ক্লিক করুন।

তারপর যেকোনো একটা Mirror সিলেক্ট করে Next এ ক্লিক করুন। তবে mirrors.kernel.org এই mirror টা অনেক ফাস্ট।

তারপর নিচের স্ক্রীনশট এর মত লিস্ট ডাউনলোড হবে। ঘাবড়াবেন না। মাত্র কয়েক কেবি।

তারপর তারপর সকল প্যাকেজের লিস্ট আসবে। আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ সিলেক্ট করুন।

প্যাকেজ সিলেক্ট করতে সেই প্যাকেজের উপর skip বাটন এ ক্লিক করুন। তারপর ভার্সন সিলেক্ট করে ডাউনলোড করুন।

তারপর এরকম ডাউনলোডিং হবে। প্যাকেজ এবং ইন্টারনেট স্পিড এর উপর নির্ভর করে কত সময় লাগবে ডাউনলোড হতে। ডাউনলোড হওয়ার পর ইন্সটল হয়ে যাবে।

তারপর create desktop icon এবং Add to start menu তে টিক দিয়ে ফিনিশ এ ক্লিক করুন।

তারপর ডেক্সটপ এ cygwin terminal নামে একটা অ্যাপ্লিকেশান দেখতে পাবেন। সেটা ওপেন করুন।

এবার মজা নিন লিনাক্স টারমিনাল এর আপনার উইন্ডোজ পিসিতে।

তবে আরেকটা কাজ করতে হবে। এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন। তারপর এক্সট্রাক্ট করে আপনার টারমিনাল এর রুট ফোল্ডার এ গিয়ে bin ফোল্ডার এ ফাইলটি পেস্ট করুন।

এটা হচ্ছে প্যাকেজ ম্যানেজার। এটার মাধ্যমে আপনি যেকোনো প্যাকেজ ইন্সটল করতে পারবেন। আপনার টারমিনাল এ এসে টাইপ করুন apt-cyg install git তারপর এন্টার চাপুন।

তো আশা করি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন পোস্টটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তি পোস্ট এ। ততোক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডিকে এগিয়ে নিয়ে যান। আল্লাহ হাফেজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar