ad720-90

কোডিং না জেনেও এবার নিজেই বানান নিজের ওয়েবসাইট ডাউনলোড করে নিন ১২,৫৮৮ টাকা মূল্যের কম্পিউটার সফটওয়্যার বিস্তারিত দেখুন


হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি

TemplateToaster Professional Edition নিয়ে যা দিয়ে বানাতে পারবেন ওয়েবসাইটের ডিজাইন কোন প্রকার কোডিং না জানা থাকলেও খুব সহজেই তাহলে চলুন শুরু করা যাক আজকের সফটওয়্যার রিভিউ।

ওয়েবসাইট এর মূল আকর্ষন হচ্ছে তার ডিজাইন আপনারা তা অবশ্যই জানেন কিন্তু সেই ডিজাইন কি কখনো কোডিং না জেনে বানানোর কথা চিন্তা করেছেন। হয়তো অনেকে করেন নি  কারন ইন্টারনেট এ কানেক্ট হয়ে গুগল মামাকে সার্চ করলে পাওয়া যাবে অনেক পেইড ভার্সন ফ্রি তে আর তা নিয়েই হয়তো অনেকে সন্তুষ্ট কিন্তু আপনার যদি ইচ্ছা জাগে যে নিজেই একটি ওয়েবসাইট ডিজাইন করবেন তাহলে অবশ্যই আপনাকে HTML, CSS, JAVASCRIPT ছাড়াও JQUERY,  BOOTSTRAP, কিংবা PHP ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলো শিখতে হবে তাই দমে গেছেন তবে এবার কোডিং না জেনেই নিজের Theme কিংবা Template নিজেই তৈরী করে ফেলুন শুধুমাত্র আপনার অপারেটিং দক্ষতা দিয়ে অফলাইনে তাও আবার লাইভ প্রিভিউ সহকারে।

TemplateToaster Review:

মাত্র কিছু স্টেপ এর মাধ্যমে তৈরী করে ফেলতে পারবেন আপনার Templates কিংবা Theme. প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড এবং ইন্সটল করতে হবে তারপর আপনার Design কে Customize করতে হবে এবং সবশেষে Export করে আপনার সাইটে Upload করতে হবে। হয়তো ভাবছেন কোন প্লাটফর্ম এর জন্য বানানো যাবে তবে আসুন আরো বিস্তারিত জানা যাক।

WordPress Template, Joomla Template, Magento Theme, Drupal Theme

PrestaShop Theme, WooCommerce Theme, HTML Website, VirtueMart Template

সাথে রয়েছে আমার পছন্দের Blogger Template, Opencart Theme, Bootstrap Website আশা করি আপনার প্লাটফর্মের নামটাও এখানে আছে।

আমার মতে এটা Best একটি সফটওয়্যার কারন হিসাবে বলবো কোডিং এর ঝামেলা নেই তাই আপনার ও একবার যাচাই করে দেখা উচিৎ।

যেহেতু এটা কম্পিউটার সফটওয়্যার তাই আপনি সুবিধা পাবেন লাইভ কাস্টমাইজ করার সাথে লাইভ প্রভিউ তো রয়েছেই।

আমি উপরে উল্লেখ করেছি প্লাটফর্মের নামগুলো তাই এককথায় বলা যেতে পারে যে কোন প্লাটফর্মের জন্য আপনি Theme কিংবা Templates তৈরী করতে পারবেন।

আপনি ই-কমার্স সাইট বানাতে চাইলে অবশ্যই ব্যবহার করা উচিৎ কারন সবার ডিজাইন আপনার পছন্দ নাও হতে পারে তাই নিজের ডিজাইন নিজেই তৈরী করে নিতে পারবেন তাহলে বেঁচে যাবেন বাড়তি অনেকগুলো টাকা খরচ করা থেকে।

আর এর আর একটি আকর্ষনীয় ফিচার হলো এই সফটওয়্যার Tab, Mobile, Desktop যে কোন ভার্সনের Responsive ডিজাইন বানানো সম্ভব আর সাথে লাইভ ভিউ করার ফিচার তো থাকছেই।

আপনি চাইলে Customize করার জন্য Drag and Drop ব্যবহার করতে পারেন যা আপনার কাজ আরো সহজ করে দিবে।

আপনার তৈরী করা Theme আপনি যেকোন Hosting এ আপলোড করতে পারবেন তাই ডাউনলোড করবেন কিনা ভাবতে থাকুন কারন সাইজেও ছোট।

আপনার সুবিধার্থে সফটওয়্যার টিতে কিছু Demo ডিজাইন দেওয়া রয়েছে আপনি কিন্তু চাইলে খুব সহজে সেই ডিজাইন কে আপনার মনের মত করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে ফেলতে পারবেন আপনার ইউনিক Theme.

কেন ব্যবহার করবেন যদি ভেবে থাকেন তবে বলে নেওয়া ভালো হবে যে 1Million ব্যবহারকারী তাদের কাজে সফল হয়েছে এই সফটওয়্যার ব্যবহার করে তবে কেউ যদি ছাদে থেকে লাফ দেয় আপনার ও দিতে হবে এমন কোন কথা ভাবলে বোকার দেশে আছেন নিজে যাচাই করে দেখবেন। আর চাইলে আপনিও Theme বা Template বানিয়ে বিক্রি করতে পারবেন এতে হয়তো পেতে পারেন ডেভেলপার হওয়ার ফায়দা।

TemplateToaster Download Link:

আপনি চাইলে সফটওয়্যার টি ক্রয় করে চালাতে পারেন তবে আপনি যদি ফ্রিতে পেতে চান সাথে ১০০% ওয়ার্কিং তবে অবশ্যই নিচের লিংক থেকে ডাউনলোড করতে হবে।

যেভাবে প্রিমিয়াম ভার্সন করবেন না জানলে ভিডিও টি এক নজরে দেখে নিতে পারেন।

এই প্রথম বোবা ভিডিও বানালাম না তাই দেখার আমন্ত্রন রইলো।

তাহলে আপনারা উপভোগ করুন আর আমি আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar