ad720-90

ডাউনলোড করুন কমপ্লিট ওয়েবসাইট এবং ব্রাউজ করুন অফলাইনেই । Internet Browsing Without Internet


আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন ।

আজকের পোস্টের বিষয় হচ্ছে কিভাবে একটি সম্পূর্ণ ওয়েবসাইট আপনার কম্পিউটারে মানে লোকাল ডিরেক্টরিতে ডাউনলোড করতে পারবেন । তারপর ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনে ব্রাউজিং করতে পারবেন ।  এখানে একটি কথা বলে রাখছি আপনি কখনই ইউটিউব , ফেসবুক বা এই ধরণের কোন ডাইনামিক সাইট সাইট যেখানে প্রতিনিয়ত তথ্য আপডেট হচ্ছে সেরকম ওয়েবসাইটগুলো ডাউনলোড করতে পারবেন না ।

তবে ডাউনলোড করে রাখার মত ওয়েবসাইট এর অভাব নেই । যেমন বিভিন্ন ধরণের টিউটোরিয়াল ভিত্তিক সাইট বা ওয়েবপেইজ ডাউনলোড করে রাখতে পারেন ।

তাহলে চলুন দেখি কিভাবে করা যায় —

ওয়েবসাইট ডাউনলোড করার জন্য  অনেক ধরণের সফটওয়্যার রয়েছে । তবে সেগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট এবং কার্যকরী  হচ্ছে HTTrack Website Copier । এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন । ডাউনলোড সাইজ মাত্র ৪ এমবি । ফ্রী সফটওয়্যার এবং ইন্সটল করাও সোজা । ইন্সটল করে ফেলুন ।

তারপর ওপেন করুন –

File > New Project এ ক্লিক করুন তারপর Next এ ক্লিক করুন —

Project Name আপনার প্রজেক্টের নাম দিন মানে এই নামে ডিরেক্টরিতে একটা ফোল্ডার ক্রিয়েট হবে ।

Project Category তে সাইটটি কোন ধরণের সেই নাম দিন । এটা অপশনাল না দিলেও সমস্যা নাই ।

নিচের দিকের Base Path ডিরেক্টরি সিলেক্ট করুন মানে যেই ফোল্ডারে ওয়েবসাইটটি সেভ হবে । তারপর Next ক্লিক করুন —

Action থেকে Download Web site(s) সিলেক্ট করুন —

Web Address URL এর Add URL এ গিয়ে ওয়েবসাইটটির নাম লিখুন জেটি আপনি ডাউনলোড করতে চান । লগইন সাইট হলে লগইন এড্রেস এবং পাসওয়ার্ড দিন । ok ক্লিক করুন তারপর Next এ ক্লিক করুন ।

তারপর Finish এ ক্লিক করলেই ওয়েবসাইটটি ডাউনলোড হওয়া শুরু করবে ।

তারপর আপনার সিলেক্ট করে দেওয়া ডিরেক্টরিতে যান । সেখানে একটি .html ফাইল দেখতে পাবেন । সেটাতে ক্লিক করে অফলাইনেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা ওয়েবপেজটি ব্রাউজ করতে পারবেন

ধন্যবাদ । 🙂

আবার দেখা হবে

সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন ।

আল্লাহ হাফেজ

আমার একটি ইউটিউব চ্যানেল আছে । সাবস্ক্রাইবার পাইনা বলে ভিডিও বানাতে উৎসাহ পাই না । প্লিজ সাবস্ক্রাইব করুন । আবার ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar