ad720-90

[4th Generation or newer]Now double the Gaming Performance of intel HD | এবার ইন্টেল এইচডি গ্রাফিক্স এর গেমিং পারফরম্যান্স দ্বিগুণ করুণ


আসসালামু আলাইকুম,

আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ইন্টেল এইচডি গ্রাফিক্সের গেমিং পারফরম্যান্স বাড়ানো যায়।

ইন্টেল এর ইন্টিগ্রেটেড জিপিইউগুলো গেমিং এর জন্য ডিজাইনড হয় নি। কিন্তু কিছু সেটআপের মাধ্যমে একে গেমিং এর উপযোগী করা যায়। তো আমি আজ আপনাদের জন্য একটি অ্যাপ ডেভেলপ করেছি যার মাধ্যমে ইন্টেল এর ইন্টিগ্রেটেড জিপিইউকে আপনি গেমিং এর উপযোগী করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই

আপনার পিসির প্রসেসর 4th Generation বা তার উপরের হতে হবে

এবং

র‍্যাম মিনিমাম 4 Gigabyte হতে হবে।

যদি এই দুটি আপনার পিসিতে থাকে তাহলে অবশ্যই আমার এই হ্যাক টা কাজ হবে।

 

তো আমাদের কাজ শুরু করে ফেলিঃ

 

  • জিপিইউ এর মেমোরি সাইজ বাড়ানোঃ

*** জিপিইউ মেমোরি র‍্যাম থেকে শেয়ার হবে তাই পিসির র‍্যাম যদি ৮ জিবি হয় তাহলে ইউজেবল হবে ৬.৯ জিবি । অর্থাৎ ১.১ জিবি র‍্যাম কেটে নেওয়া হবে।

  • প্রথমে বায়স মেন্যুতে প্রবেশ করুন। এক্ষেত্রে আপনার কীবোর্ড এর “F2” / “F12” / “Del” / “Esc” বাটনে প্রেস করুন (মেইনবোর্ডের মডেল এর উপর নির্ভর করে) তবে অবশ্যই  তখন যখন কম্পিউটার চালু হওয়ার আগে আপনার মেইনবোর্ডের  লোগো আসবে।

  • এবার মেন্যু থেকে “Chipset” নির্বাচন করুন (মেইনবোর্ডের মডেল অনুসারে ভিন্ন হতে পারে)

  • এখন “Chipset” মেনুর ইনডেক্স থেকে “DVMT Pre-Allocated” নামের অপশন টি খুঁজে বের করুন (মেইনবোর্ডের মডেল অনুসারে ভিন্ন হতে পারে) এক্ষেত্রে সম্ভাব্য অপশন গুলো হলোঃ
  • VGA Shared Memory
  • IGPU Size
  • DVMT Memory size

 

  • এবার এখান থেকে সর্বোচ্চ সাইজটি নির্বাচন করুন। (আমি 1024 MB) নির্বাচন করেছি (সাইজটি মনে রাখুন রাখুন)

  • আবার “DVMT Total Gfx Mem” অপশন থেকে “Max” সিলেক্ট করুন এবং সেটিংস্‌ সেভ করুন

Mainboard used:

GIGABYTE B150M-D3H DDR4 Rev 1.0

 

 

উপরের ধাপটুকু সম্পুর্ণ করলে আপনার জিপিইউ সাইজ ১ জিবি হয়ে যাবে। কিন্তু গেমিং পারফরমেন্স ১ বিন্দুও বৃদ্ধি পাবে না। কারণ Windows সাধারণত ১২৮ এমবি  জিপিইউ সাইজ রিপোর্ট করে। কাজেই শুধু জিপিইউ সাইজ ১ জিবি হলেই গেমিং পারফরম্যান্স বৃদ্ধি পাবে না। তবে চিন্তার কারণ নেই আমি একটি অ্যাপ ডেভেলপ করেছি যেটা সব গেমকেই আপনার জিপিইউ এর আসল মেমরি সাইজ রিপোর্ট  করবে। অ্যাপটির সোর্স কোড চাইলে অবশ্যই জানাবেন।

 

  • iHD Gaming Config হলো আমার অ্যাপ, যেটা সব গেমকেই আপনার জিপিইউ এর আসল মেমরি সাইজ রিপোর্ট  করবে।
  • এখান থেকে  iHD Gaming Config 64 Bit অথবা এখান থেকে  iHD Gaming Config 32 Bit ডাউনলোড করুন।

 

  • আপনার অপারেটিং সিস্টেম 32 bit হলে অবশ্যই iHD Gaming Config 32 Bit  এবং আপনার অপারেটিং সিস্টেম 64 bit হলে অবশ্যই iHD Gaming Config 64 Bit ডাউনলোড করুন

 

  • ডাউনলোড করা হলে ফাইলটি এক্সট্র্যাক্ট করুন [password : C:>]

  • এক্সট্র্যাক্ট সম্পন্ন হলে অ্যাপটি রান করুন

  • বায়স মেন্যুতে আপনি যে মেমোরি সাইজ দিয়েছিলেন তা অ্যাপ এর ড্রপডাউন মেন্যু থেকে নির্বাচন করুন

  • এবার “Set GPU Memory size” বাটনটিতে ক্লিক করুন

 

  • যেকোন একটি গেম খেলে দেখুন এবং পারফরমেন্স কেমন পেলেন তা কমেন্টে জানাতে ভুলবেন না।

 

 

my Experience: পুর্বে Euro Truck Simulator 2 তে মিডিয়াম সেটিংস এ মাঝে মধ্যে ল্যাগ করত কিন্তু এই অ্যাপ ব্যবহার করার পর  Euro Truck Simulator 2 তে হাই সেটিংস এও ল্যাগ করছে না । দুঃখিত আমি প্রুফ হিসেবে স্ক্রিনশট দিতে পারলাম না কারণ আজ আমি গ্রামের বাড়ি যাচ্ছি । সবাই দোয়া করবেন।

 

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

 

 

 

 

 

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar