ad720-90

[hot] মেমোরি বা পেনড্রাইভ ফরমেট হচ্ছে না শেষ চিকিৎসা।


অনেক সময় স্বাভাবিকভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট হতে চায় না।আমরা ভাবি নষ্ট হয়ে গেছে ভাইরাস বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের সফ্টওয়্যার দিয়ে ফরমেট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরমেট করা সম্ভব। এ জন্য আমাদের যা করতে হবে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট (CMD) ব্যবহার করতে হবে ।অনেকে বলতে পারেন এটি  কি ভাবে অপেন বা রান করব।অপেন বা রান করার জন্য করণীয়।

 

এভাবে CMD চালু করবেন আশা করি নতুন বা যারা পারে না তাদের সমস্যা হবে না।এবার আসল কাজে যাওয়া যাক:-

১। প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার করুন।
২। কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার করতে হবে।
৩। এরপর টাইপ করুন list disk কমান্ড।
৪। আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। ডিস্ক নম্বর দিয়ে এন্টার দিতে হবে। যেমন Select Disk 1, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 1 হয়।এটা আপনি দেখে শুনে দিবে।
৫।এরপর clean লিখে এন্টার করুন।
৬। create partition primary লিখে এন্টার দিতে এবং exit বা কেটে দিন।

স্কিনশর্ট দেখে নিন:-

 

এইতো, হয়ে গেল। এখন My computer এ ঢুকে মেমোরি বা পেনড্রাইভের যে ড্রাইভ লেটারটি দেখাবে তা ফরমেট করলে মেমোরি বা পেনড্রাইভের পুরো জায়গা দেখাবে ও ঠিক হয়ে যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar