ad720-90

স্মার্টফোনে বাংলা ভাষা সাপোর্টের জন্য ভোট করুন


টেকনোলজির খোঁজ-খবর যারা রাখেন তারা জানেন যে পৃথিবীর এক নাম্বার মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া তাদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফটের উইন্ডোজ ফোনকে বেছে নিয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ফোন অসাধারন (আমি বর্তমানে একটি উইন্ডোজ ফোন ব্যবহার করছি), এবং আমি নোকিয়ার এই সিদ্ধান্তকে স্বাগাত জানাই।

মুল প্রসঙ্গে আসি। ভাষাভাষির সংখার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। ২৫ কোটি মানুষের মুখের ভাষা এই বাংলা। তা সত্ত্বেও অ্যাপলের আইফোনের আই-ওএস ছাড়া আর অপারেটিং সিস্টেম বাংলা সাপোর্ট করেনা। না হালের জনপ্রিয় অ্যান্ড্রয়েড, না মৃতপ্রায় ও এই উপমহাদেশে জনপ্রিয় সিম্বিয়ান, কোন অপারেটিং সিস্টেমই বাংলা সাপোর্ট করেনা। আমি এখানে বাংলা সাপোর্ট করা বলতে অপেরা মিনি দিয়ে বাংলা দেখার কথা বলছিনা, পুরো অপারেটিং সিস্টেম জুড়ে বাংলা সাপোর্টের কথা বলছি যা এখন পর্যন্ত শুধুমাত্র আইফোনই করে থাকে। উইন্ডোজ ফোনে বাংলা সাপোর্ট অত্যন্ত জরুরী, আমাদের জন্য। এবং এটির জন্য খুব বেশি কিছু করা লাগবেনা আপনার। শুধু নিচের পদ্ধতিটি অনুসরণ করুন এবং ভোট দিন।

ভোট দেয়ার পদ্ধতিঃ

১। প্রথমে এখানে ক্লিক করুন। তাদের Terms এর একটি পপ-আপ আসবে সেটি Accept করুন।

২। ডানদিকে Vote বাটনটিকে ক্লিক করুন।

৩। আপনার নামসহ ইমেইল এড্রেসটি দিন। এরপর 3 Votes এ ক্লিক করুন।

৪। ব্যাস ভোট দেওয়া শেষ। এখন যদি আপনার কোন মন্তব্য থাকে তাহলে সেটি লিখে Post এ ক্লিক করুন।

যত বেশী ভোট পরবে বাংলার জন্য, আমাদের চান্স তত বাড়বে। ১৬ কোটি (?) মানুষের দেশ বাংলাদেশ কি বাংলার জন্য ১৬ হাজার ভোটও দিতে পারবে না? জাতি হিসেবে আর কতকাল পিছিয়ে থাকবো আমরা? মুখ দিয়ে নিজ ভাষা/দেশের জন্য জান দিয়ে দেই, বাস্তবে নিজেদের কাজেকর্মে তার কতটুকুর প্রতিফলন থাকে? আমরা কি তাহলে হিপোক্রিটের জাতি? যাই হোক, স্মার্টফোনের জগতে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য প্লীজ প্লীজ প্লীজ ভোট করুন, আমাদের ভাষাকে আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, ধন্যবাদ।

ভোট প্রদানের লিঙ্কঃ http://windowsphone.uservoice.com/forums/101801-feature-suggestions/suggestions/2334996-bengali-bangla-language-support?ref=title

আমার টিউন গুলো ভালো লাগলে অবশ্যই আমার টিউন বেশি বেশি জোসস করুন

আমার টিউন গুলো আপনার ‘টিউন স্ক্রিন’ নিয়মিত পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আমার টিউন গুলো সবার কাছে ছড়িতে দিতে অবশ্যই আমার টিউন গুলো বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন

আমার টিউন সম্পর্কে আপনার যে কোন মতামত, পরামর্শ ও আলোচনা করতে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করুন

আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেকটিউনস ম্যাসেঞ্জারে’ আমাকে ম্যাসেজ করুন। আমার সকল টিউন পেতে ভিজিট করুন আমার ‘টিউনার পেইজ’



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar