ad720-90

ওযেব ডেভলাপিংয়ে আপনার ডেভলাপারের সাথে যে ৫টি বিষয নিয়ে অবশ্যই কথা বলবেন


ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। বিজনেস পারপাসে হোক আর ব্যক্তিগত কাজেই হোক ওয়েবসাইট ডেভলাপ করানো কমবেশী সবারই প্রয়োজন হয। ওযেবসাইট ডেভলাপ করানোর সময় আপনার ডেভলাপারের সাথে যে ৫টি কমন বিষয় নিয়ে অবশ্যই আলাপ করবেন-

১। ওয়েবসাইটের কোন কোন তথ্য আপনি সব সময় আপডেট করবেন সেগুলো আপডেট করার জন্য এডমিন প্যানেল তৈরি করে দিতে বলবেন। ফলে তথ্য আপনি আপনার মতো করে আপডেট করতে পারবেন। সারকথা হচ্ছে, ওযেবসাইট ডায়নামিকভাবে তৈরি করাবেন। এতো আপনি যেকোন সময় যেকোন জায়গা থেকে আপনার ওয়েবসাইটের তথ্য আপডেট করতে পারবেন।

২। কম টাকায় যে কাউকে দিয়ে ওয়েবসাইট ডেভলাপ না করিয়ে দেখে নিন তাদের কোন প্রাতিষ্ঠানিক ঠিকানা আছে কি না। ঘরে বসে ফ্রিলেন্সাররা কম টাকায় ওয়েবসাইট তৈরি করে দিতে পারেন। কিন্তু আপনি কোন ব্যক্তিবিশেষের উপর নির্ভরশীল না হয়ে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়াই উত্তম।

৩। অনেক থার্ট পার্টি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিসটেম রয়েছে। যেগুলো দিয়ে দ্রুতই একটি ওয়েবসাইট ডেভলাপ করে দেয়া যায়। কিন্তু এতে পরবর্তীতে আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন। তাই সম্পূর্ণ কাষ্টম ওয়েবসাইট ডেভলাপ করানোই উত্তম। কোন ধরনের থার্ট পার্টি স্ক্রপ্ট আপনার ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে কি না তা অবশ্যই জেনে নিবেন। সেগুলোর কপিরাইট আছে কি না তাও নিশ্চিত হবেন।

৪। আপনি যে ওয়েবসাইট ডেভলাপ করাচ্ছেন তা তারা রিসেইল করবে কি না তাও নিশ্চিত হওয়া উচিত। অনেক সময় প্রায় একই ধরনের ওয়েবসাইট অন্য কোম্পানীরও প্রয়োজন হতে পারে। তখন সময় বাচানোর জন্য ডেভলাপার হয়ত একই ধরনের ডাটা ও ডিজাইন ব্যবহার করল। এতে আপনার ওয়েবসাইটের রেপুটেশন কমতে পারে।

৫। ওয়েবসাইটে যোগাযোগ অপশনে একটি ইমেল ফরম রাখা উচিত। সে ইমেলগুলো যেন আপনার ওযেবসাইটের ডাটাবেইসে সংরক্ষণ থাকে। ফলে পরবর্তীতে সে ইমেল লিষ্টে আপনার প্রডাক্ট নিয়ে ক্যাম্পেইন করতে পারবেন। এডমিন প্যানেল থেকেই যেন আপনার ক্লাইন্টকে ইমেল করতে পারনে। কেননা সব সময় আপনার ইমেইেল লগিন করে ইমেল করার সুযোগ সময় নাও থাকতে পারে।

উপরের ৫টি পয়েন্ট হচ্ছে খুবই কমন পয়েন্ট। তাই এগুলোতে ছাড় না দেয়াই উত্তম। এগুলোর বাইরেও আপনার নিশ্চয় আলাদা কিছু রিকুয়ারমেন্ট থাকবে। সেগুলো নোট করুন এবং ডেভলাপারকে একটা ইমেইলে পাঠিয়ে দিন। প্রজেক্ট সাবমিটের সময় কোন কিছু বাদ পড়ল কি না তা যেমন দেখা যাবে তেমনী পরবর্তী অনেক ঝামেলা এড়ানোর জন্য ইমেলটি একটি প্রমাণ হিসেবে কাজ করবে। ডেভলাপার ডেভলাপ করার সময় কোন বিষয় ভুলে যেতেও পারে। সেক্ষেত্রে ইমেলটি আপনাকে সাহায্য করবে।

আমার সম্পর্কে জানতে আমার প্রফাইল দেখুন। ফেইসবুকে আমাকে এড করুন। ধন্যবাদ

আমার টিউন গুলো ভালো লাগলে অবশ্যই আমার টিউন বেশি বেশি জোসস করুন

আমার টিউন গুলো আপনার ‘টিউন স্ক্রিন’ নিয়মিত পেতে অবশ্যই আমাকে ফলো করুন। আমার টিউন গুলো সবার কাছে ছড়িতে দিতে অবশ্যই আমার টিউন গুলো বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করুন

আমার টিউন সম্পর্কে আপনার যে কোন মতামত, পরামর্শ ও আলোচনা করতে অবশ্যই আমার টিউনে টিউমেন্ট করুন

আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেকটিউনস ম্যাসেঞ্জারে’ আমাকে ম্যাসেজ করুন। আমার সকল টিউন পেতে ভিজিট করুন আমার ‘টিউনার পেইজ’



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar