ad720-90

কংগ্রেস নির্বাচন, ৩২ অ্যাকাউন্ট বাতিল করলো ফেইসবুক


এক
বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “ফেইসবুকে এ ধরনের আচরণ অনুমোদিত নয়। কারণ আমরা
চাই না যে মানুষ বা সংস্থাগুলো এমন অ্যাকাউন্টগুলোর নেটওয়ার্ক বানাবে যা তাদেরকে তারা
কারা আর কী করছে তা নিয়ে ভুল দিকে নিয়ে যাবে।”

২০১৬
সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে ভুয়া সংবাদ আর অন্যান্য ডেটা কেলেঙ্কারী
নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয় ফেইসবুক ও তার প্রধান মার্ক জাকারবার্গ।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “আমরা এখনও আমাদের তদন্তের খুবই প্রাথমিক পর্যায়ে আছি,
আর এর পেছনে কারা আছে তা’সহ সব তথ্য আমাদের কাছে নেই।”

বর্তমান
তদন্তে সোশাল জায়ান্টটি আটটি ফেইসবুক পেইজ আর ১৭টি প্রোফাইল বাতিল করেছে, সেইসঙ্গে
বাতিলের তালিকায় রয়েছে সাতটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও।

এক
বিবৃতিতে ফেইসবুক বলে, “সব মিলিয়ে, ২,৯০,০০০-এরও বেশি অ্যাকাউন্ট এই একটি বা একাধিক
পেইজ ফলো করে, এর মধ্যে সবচেয়ে পুরানো পেইজটি ২০১৭ সালের মার্চে বানানো হয়।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar