ad720-90

ডিজিটাল সাহিত্য গ্রন্থাগার আনলো ফেইসবুক


আগের
যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অনলাইনে তরুণদের সংখ্যা অনেক বেশি। ভুল তথ্যের এই যুগে
তরুণ প্রজন্মেকে বিভ্রান্তি এড়াতে সহায়তা করতেই ‘ডিজিটাল লিটারেসি লাইব্রেরি’ চালু
করেছে সামাজিক যোগযোগ মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

তরুণ
সমাজ এবং মিডিয়া দলের সঙ্গে অংশীদারিত্বে হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান ক্লেইন
সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটিতে এই ডিজিটাল গ্রন্থাগার চালু করেছে ফেইসবুক–
খবর প্রযুক্তি সাইট ভার্জের।

পাঠ্য
বিষয় এবং ভিডিও বিনামূল্যে ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে। শ্রেণিকক্ষ, স্কুলের
সহ-শিক্ষা কার্যক্রম বা বাড়িতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্ম।

১০
বছরের বেশি সময় ধরে চালানো প্রশাসনিক গবেষণা এবং “তরুণদের সঙ্গে পরামর্শ করেই বানানো
হয়েছে” এই প্ল্যাটফর্ম। পাঠ্য বিষয়গুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে
গোপনীয়তা ও মর্যাদা, পরিচয় শনাক্তকরণ, ইতিবাচক আচরণ, নিরাপত্তা ও সম্প্রদায় প্রবৃত্তি।

গ্রন্থাগারটিতে
১৮টি পাঠ্য বিষয় রেখেছে ফেইসবুক। আপাতত শুধু ইংরেজি ভাষায় চালু করা হলেও পরবর্তীতে
আরও ৪৫টি ভাষায় আনা হবে এই গ্রন্থাগার। ১১ থেকে শুরু করে ১৮ বছর বয়সীদের জন্য তিনটি
ভাগে ভাগ করা যাবে পাঠ্য বিষয়গুলো। গ্রাহকরা যাতে অনলাইনে অনলাইনে সম্পর্ক রাখতে পারে
এবং ফিশিং স্ক্যাম শনাক্ত করতে পারে সে বিষয়গুলোই শেখানো হবে এই পদক্ষেপের মাধ্যমে।

ফেইসবুকের
সেইফটি সেন্টারের অংশ হিসেবে চালু করা হয়েছে এই ডিজিটাল সাহিত্য গ্রন্থাগার। এর পাশাপাশি
অলাভজনক, ক্ষুদ্র ব্যবসা এবং কমিউনিটি কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল সাহিত্যে দক্ষ
করে গড়ে তোলার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar