ad720-90

[Wifi] কিভাবে আপনি আপনার Wifi Router এর Speed বাড়াবেন+দ্রুত ব্রাউজ করবেন।[Just click to do this]


আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজকের পোস্ট হলো কিভাবে আপনি আপনার Wifi Router এর Speed বাড়াবেন+দ্রুত ব্রাউজ করবেন।আমরা অনেকেই wifi ব্যবহার করে থাকি বাট আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই স্পিড সেই স্পিডটা পায় না।ফলে অনেকে মন খারাপ করে বসে থাকেন।বাট ওয়াই-ফাই এ যখন ব্রাউজারে প্রচুর লোড নেই তখন আর মাথা ঠিক থাকে না।তাই এই সমস্যা সমাধানের জন্যই নিয়ে এলাম আমার এই পোস্ট।

Wifi এ স্পিড কম পাওয়ার একটি কারণ হলো এদের ডিফল্ট DNS Server। ওয়াই-ফাই এ স্পিড নির্ভর করে DNS Server এর উপর।ফলে আমরা যদি DNS Server টা চেন্জ করে অন্য কোন ভালো মানের DNS Server দিতে পারি তাহলে দেখবেন যে আপনার রাউটারে পূর্বের তুলনায় স্পিড বেশি পাচ্ছেন এবং দ্রুত ব্রাউজারে লোড নিচ্ছে।

আমাদের যাদের ওয়াই-ফাই আছে তারা অনেকেই জানি যে DNS Server দুই ধরনের আছে।
1.Primary DNS Server।
2.Secondary DNS Server।
এই দুই জায়গায় যদি আমরা Open DNS অথবা Google DNS ব্যবহার করি তাহলে পূর্বের তুলনায় বেশি স্পিড পাবেন।

তো ভাবছেন এই DNS গুলো কোথায় পাব।কোনো চিন্তার কারণ নেই কারণ আমি আছি। DNS Server বের করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।নিচের দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্কঃ

প্রথমে আপনি আপনার রাউটারে লগিন করে নেন।

তারপর Lan এ ক্লিক করুন।

যে অ্যাপটি ডাউনলোড করেছিলেন সে অ্যাপটিতে প্রবেশ করুন এবং যেই Open DNS টা– আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে।P=Primary DNS ও S=Secondary DNS টা Lan এর options টা তে বসাব।

Primary DNS ও Secondary DNS এর ঘরে কিছু থাকরে কেটে দিন।

এবার Open DNS টা বসিয়ে Apply এ ক্লিক করুন।ব্যাস!!দেখবেন পূর্বের তুলনায় স্পিড বেশি পাচ্ছেন।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar