ad720-90

জেনে নিন কিভাবে ডেটা বাঁচিয়ে ইন্সটাগ্রাম ব্যবহার করবেন


বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছবি ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইন্সটাগ্রাম। এর হোম পেইজে থাকে অনেক ছবি ও ভিডিও। ফলে ডেটা ব্যয় হয় অনেক। তবে ভয়ের কিছু নেই, ছোট ডেটা প্যাকেজ ব্যবহার করেই ইন্সটাগ্রামে সক্রিয় থাকার উপায় আছে।

– প্রথমে ইন্সটাগ্রামে লগইন করতে হবে।
– এরপর প্রোফাইল পেইজে উপরে থাকা সেটিংস অপশনে (তিনটি ডট আইকন) ক্লিক করতে হবে।-
– এরপর সেটিংস মেন্যু ক্রল করে ‘cellular date use’ অপশনটিতে ক্লিক করতে হবে। তখন নতুন একটি পেইজ চালু হবে। 
– সেখান থেকে ‘use less data’ অপশনটি অন করে দিতে হবে।

তাহলে ইন্সটাগ্রাম কম ডেটা ব্যয়  করবে এবং বেঁচে যাবে মোবাইল ফোনের ডেটা। তবে এ ক্ষেত্রে ছবি বা ভিডিও লোড হতে একটু সময় বেশি লাগবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar