ad720-90

এবার গুগল নিয়ে এলো টাচস্ক্রিন স্মার্ট স্পিকার


স্মার্ট স্পিকার নিয়ে আসছে গুগল৷ যেখানে থাকবে ডিসপ্লের সুবিধাও৷ আমাজন ভয়েস অ্যাক্টিভেটেড গ্যাজেটগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে যাচ্ছে এই সংস্থা (গুগল)৷

সূত্রের খবর, প্রথম দফায় নতুন স্মার্ট স্পিকারের মডেলগুলির তিন মিলিয়ন ইউনিট নিয়ে আসার লক্ষ্য রাখছে গুগল৷ যেখানে থাকছে আধুনিক প্রযুক্তিতে তৈরি ডিসপ্লে স্ক্রিন৷

গুগল হোম রেঞ্জ স্মার্ট স্পিকারের অধীনে রাখা হচ্ছে নতুন মডেলটিকে৷ অনেকটা আমাজনের “Echo Show” আদলে তৈরি করা হয়েছে স্পিকারটিকে৷ যেখানে রয়েছে দুই ইঞ্চির একজোড়া স্পিকার সহ একটি সাত ইঞ্চির টাচস্ক্রিন৷

রিপোর্টের তথ্য অনুসারে, গুগলের আনা স্মার্ট স্পিকারটিতে ব্যবহারকারী ইউটিউব ভিডিও, ক্যালেন্ডার, ম্যাপের সুবিধাও পাবেন৷ অন্যদিকে, বলা বাহুল্য আমাজনের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাজার আসতে চলেছে গুগলের এই নতুন স্পিকার৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar