ad720-90

পুরানো চেহারায় ফিরলো অ্যান্ড্রয়েডের মেসেজ


এই
সংস্করণের নকশা কিছুটা পরিবর্তন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। অ্যাপটির
ওপর থেকে বাদ দেওয়া হয়েছে নীল বার। আর এতে এখন যোগ করা যাবে প্রতিষ্ঠানের গুগল সঁ ফন্ট।

নতুন
এই সংস্করণে ‘ডার্ক মোড’ অপশনও যোগ করেছে গুগল, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে।

নতুন
সংস্করণ উন্মোচন করা হলেও শনিবার রাতেই আবার আগের নকশায় ফেরত গেছে গুগল। আর কেনো এটা
করা হয়েছে তার কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি।

ধারণা
করা হচ্ছে সার্ভার সাইড থেকে দ্রুতই মেসেজেস অ্যাপের নকশা পরিবর্তন করতে পারে গুগল।

নতুন
সংস্করণ নিয়ে ইতোমধ্যেই অভিযোগ করেছেন বেশ কিছু গ্রাহক। আগে গ্রাহক নির্দিষ্ট কন্টাক্ট-এর
জন্য নিজেদের পছন্দের রঙ বাছাই করতে পারতেন। নতুন সংস্করণে বাদ দেওয়া হয়েছে এই অপশনটি।

ইতোমধ্যে
অ্যান্ড্রয়েড মেসেজেস-এ  ডার্ক মোডসহ বেশি কিছু
ত্রুটি বের করেছে গুগল। শীঘ্রই নতুন নকশা ফিরিয়ে আনা হবে বলেই ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar