ad720-90

হোয়াটসঅ্যাপে মানুষ বেশি সময় কাটায়


সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে গত তিন মাসে সাড়ে আট হাজার কোটি ঘণ্টা হোয়াটসঅ্যাপে কাটিয়েছেন ব্যবহারকারীরা। গত সোমবার ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, গত তিন মাসে হোয়াটসঅ্যাপে মানুষ সময় কাটিয়েছে বেশি। বার্তা আদান-প্রদানের সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি। অর্থাৎ গড়ে বিশ্বের সব মানুষ মিলিয়ে গত তিন মাসে হোয়াটসঅ্যাপে ১১ দশমিক ৪২৫ ঘণ্টা সময় কাটিয়েছেন। 

এদিক থেকে ফেসবুকের জন্য দুঃসংবাদ। ফেসবুকে মানুষ সময় কাটিয়েছে তিন হাজার কোটি ঘণ্টা। আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাপটোপিয়ার মুখপাত্র অ্যাডাম ব্ল্যাকার বলেছেন, এটা এখন পরিষ্কার যে বৈশ্বিক মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ এখন মানুষের পছন্দের। মোবাইল অ্যাপে সময় কাটানোর হিসাবে কমিউনিকেশন বা যোগাযোগের কাজে ব্যবহার হওয়া অ্যাপগুলো বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে।

বিশ্বজুড়ে ব্যবহারকারীরা বেশি সময় যে অ্যাপগুলোয় থাকেন, তার মধ্যে সেরা ১০টি অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, ফেসবুক, মেসেঞ্জার, প্যান্ডোরা, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল ম্যাপস ও স্পটিফাই।

সেরা ১০ অ্যাপের মধ্যে ফেসবুকের অধীনে থাকা অ্যাপ চারটি। এ ক্ষেত্রে অবশ্য গুগলের ইউটিউব আর গুগল ম্যাপস মিলিয়ে সেরা দশের মধ্যে ভালোভাবে আছে গুগল।

গেম খেলার অ্যাপগুলোর মধ্যে ক্ল্যাশ অব ক্ল্যান খেলে বেশি সময় কাটায় মানুষ। গত তিন মাসে ক্ল্যাশ অব ক্ল্যান খেলে মানুষ সময় কাটিয়ে ৩৮৩ কোটি ঘণ্টা। এরপর আছে মাই টকিং টম, ক্যান্ডি ক্র্যাশ সাগা, ফর্টনাইট, লর্ডস মোবাইল, সাবওয়ে সার্ফাস, হেলিক্স জাম্প, স্লিথার ডট আইও, পিউবিজি মোবাইল ও ফিশডোম।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্করা দৈনিক তাদের মোবাইলে গড়ে সাড়ে তিন ঘণ্টা সময় কাটায়। যেসব দেশে মোবাইল পেনিট্রেশন বেশি, সেখানে মানুষ আরও বেশি সময় মোবাইলে কাটায়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar