ad720-90

আসছে অফলাইন মেসেজিং অ্যাপ, চলবে ডাটা কানেকশন ছাড়াই!


বাজারে আসছে হোয়াটস অ্যাপ প্রতিদ্বন্দ্বী Moya ম্যাসেঞ্জার ৷ সর্বাধিক ব্যবহৃত অ্যাপগুলির মধ্যে হোয়াটস অ্যাপের নাম উল্লেখযোগ্য ৷ যেটির (হোয়াটস অ্যাপ) জনপ্রিয়তা পিছনে ফেলেছে Mixit, WeChat মতো ম্যাসেঞ্জারগুলিকেও ৷ তবে, এবার লড়াই হবে ময়দানে ৷ ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার গ্রাহকেরা পরিষেবা পাচ্ছেন Moya ম্যাসেঞ্জারের ৷ যেটিতে প্রয়োজন পড়বে না কোন ডেটা কানেকশনের৷

পৃথিবীর সর্বপ্রথম ডেটা-ফ্রী ম্যাসেজিং অ্যাপ হিসেবে আত্মপ্রকাশ করছে Moya ম্যাসেঞ্জার ৷ যেটিকে ব্যবহার করে ইউজার বিনা ইন্টারনেট কানেকশনে আনলিমিটেড টেক্সট ম্যাসেজ পাঠাতে পারবেন৷ অন্যদিকে, প্রয়োজন পড়বে না কোন টকটাইম ডেটার ৷

আনলিমিটেড টেক্সট ম্যাসেজ করার সুযোগ থাকছে এখানে ৷ যেটি হবে ১০০ শতাংশ ডেটা-ফ্রী ৷ অন্যদিকে, গ্রুপ চ্যাটের জন্যও প্রয়োজন পড়বে না কোন ডেটার ৷ পাঠানো যাবে বিভিন্ন ফাইল অ্যাটাচনেন্টস(ফটো, গান, ভিডিও) ৷ তবে, সেজন্য অবশ্য প্রয়োজন পড়বে ডেটা কানেকশনের৷ ফোন বন্ধ থাকাকালীন সেভ হয়ে যাবে পাঠানো ম্যাসেজ ৷ বিনামূল্যে পরিষেবাটি দেওয়ার জন্য সংস্থা ‘রির্ভাস বিলিং’য়ের চুক্তি করেছে বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে ৷ #DataFree উদ্যোগটির একটি অংশ হল Moya৷ উদ্যোগটির মধ্যে রয়েছে একাধিক অ্যাপ এবং ওয়েবসাইট৷ যেগুলিকে ব্যবহার করা যাবে ডেটা কানেকশন ছাড়াই ৷ ইতিমধ্যে দশ হাজারেরও বেশি মানুষ ডাউনলাড করে ফেলেছেন অ্যাপটিকে ৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar