ad720-90

এখন আপনার Android ফোনে “সিম বা নেটওয়ার্ক” ছাড়াই ইন্টারনেট ব্যবহার করুন [New Tricks 2018] Full Tricks


আস্সালামু আলাইকুম

সবাই কেমন আছ?
আমার মনে হয় ভালোই আছ।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।

তো আর কথা বাড়াবো না কাজের কথায় আসি

তো ১মেই আপনার একটা Nokia ফোন লাগবে।

অবশ্যই সেই ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

তাই ১ম আপনার Nokia মোবাইলের

Bluetooth Setting

যান।

নিচের ScreenShort এর মতো।

তারপর Bluetooth ON
করুন নিচের ScreenShort এর মতো।

ব্যাস আপনার Nokia ফোনের কাজ শেষ।

এখন Android ফোনের কাজের পালা

১মেই আপনার Android ফোনের Setting এ যান।
নিচের ScreenShort এর মতো।

তারপর BlueTooth ক্লিক করুন
নিচের ScreenShort এর মতো।

Bluetooth On করা হলে
নিচের দিক দেখুন
এখানে ক্লিক করে Search করুন

তারপর আপনার Nokia ফোনের নামের পাশে ক্লিক করুন
নিচের ScreenShort এর মতো।

তারপর এখানে ক্লিক করুন

তারপর Connected হবে কিছু সময় লাগবে ৩০সেকেন্ড এর মতো।

তারপর দেখুন

Connected হয়েছে।

এখন আরামছে আপনার Android ফোনে সিম বা নেটওয়ার্ক ছাড়া Internet use করুন।

আমি জানি না এই ট্রিকটি আপনাদের কেমন লাগছে?
কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে
আর তাইতো

TrickBD

তে পোস্ট করলাম।

এরকম আরো টপিক দেখতে অবশ্যই চোখ রাখুন TrickBD তে।

আমার পোস্ট কোনো ভুল হলে ক্ষমা করবেন।
মানুষ ভুল করবেই এটা স্বাভাবিক





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar