ad720-90

KM Player এর বিরক্তিকর এডস রিমুভ করুন খুব সহজেই, সাথে থাকছে KM Player মোডেড ভার্সন


আসসালামু আলাইকুম; “ঈদ মোবারক “ কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । তো চলুন শুরু করা যাক …

KM Player হল পিসির জন্য সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্লেয়ার যেটা আমরা সবাই প্রায় ব্যবহার করে থাকি ; কিন্তু বর্তমানে লক্ষ্য করলে দেখতে পাবেন , ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় KM Player ওপেন করলে সাইডে এড শো করে , যেটা খুবই বিরক্তিকর ।

Disable KMPlayer games and ads

 

আজকে আমি দেখাবো কিভাবে এই বিরক্তিকর এডস KM Player থেকে রিমুভ করবেন , তো চলুন শুরু করা যাক , নিচের ধাপগুলো ফলো করবেন ।


প্রথমেই আপনার কম্পিউটারের Control Panel যেতে হবে , সেখান থেকে Network and Internet অপশনটিতে ক্লিক করবেন ।

control panel

 

network and internet

 

এরপর সেখান থেকে “Internet Options.” এ ক্লিক করুন ;

 

 

Internet Options এ ক্লিক করার পর দেখবেন একটা  পপআপ-ট্যাব ওপেন হবে , সেখান থেকে “Security Tab” এ ক্লিক করে “Restricted Sites” সিলেক্ট করুন , তারপর  “Sites.” অপশন এ ক্লিক করুন ;

 

internet options restricted sites

 

“Sites.” অপশন এ ক্লিক করার পর আরেকটা ট্যাব ওপেন হবে , সেখানে আপনি ২টি বক্স দেখতে পাবেন , ১ম বক্স এ নিচের লিংকটি টাইপ করে Add এ ক্লিক করুন ।

player.kmpmedia.net

এবার দেখুন লিংকটি এড হয়ে গেছে;

 

kmpmedia.net zone

এবার আপনার KM Player টি বন্ধ করে আবার চালু করে দেখুন , দেখবেন আর এডস শো করবে না ।

এছাড়াও আরোও একটি নিয়ম আছে , যেটা আমাদেরই একজন অথর করেছেন , সেটাও ট্রাই করতে পারেন , আমি নিচে লিংকটা দিয়ে দিচ্ছি ।

[PC] KM Player এর Ads রিমুভ করে প্রিমিয়াম এর মজা নিন।

এবার চলুন জেনে নিই মোডেড KM Player সম্পর্কে ,

আপনি যদি এত ঝামেলা করতে না চান , তাহলে আপনি KM Player এড ফ্রী ক্র্যাক ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল করতে পারেন ।

এড ফ্রী ভার্সনটি ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ভিজিট করুন ,

KM Player Adfree 

ধন্যবাদ সবাইকে , পোষ্টটি পড়ার জন্য । আসলে জানার কোন শেষ নেই । খুবই সহজ ভাষায় পোষ্ট করা হয়েছে তার পরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট এ জানাবেন ।

ভালো থাকবেন সবাই , আমাদের সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ 🙂

আমাদের সাথেই থাকুন । আমাদের ফেইসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল এ লাইক / স্যাবস্ক্রাইব করতে ভুলবেন না ।

ফেসবুক পেজঃ Trickbd – Know For Sharing

ইউটিউবে ট্রিকবিডিঃ Trickbd.com





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar