ad720-90

গ্যালাক্সি এস১০: পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার?


ধারণা করা হচ্ছে নতুন বছরের শুরুর দিকে গ্যালাক্সি এস১০-এর তিনটি সংস্করণ উন্মোচন করবে স্যামসাং। তিনটি ডিভাইসেই পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনা হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

নতুন তিনটি ডিভাইসের মধ্যে উচ্চমানের দুইটি এস১০ মডেলে আল্ট্রাসনিক রিডার ব্যবহার করা হতে পারে। আর অন্যটিতে কিছুটা কম সংবেদনশীল অপটিক্যাল সেন্সর রাখা হতে পারে।

ইতোমধ্যেই পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্টযুক্ত ডিভাইস বাজারে এনেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং ভিভো।

কোরীয় সংবাদমাধ্যম দ্য ইনভেস্টর-এর অভ্যন্তরীন সূত্রের পক্ষ থেকে বলা হয়, স্যামসাং যে শুধু নিজস্ব ডিভাইসেই কোয়ালকমের আল্ট্রাসনিক সেন্সর বসাতে কাজ করবে এমন নয়। অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের ডিভাইসেও পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসাতে কাজ করবে কোরীয় এই মোবাইল নির্মাতা।

ওলেড প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান হওয়ার কারণেই অন্যান্য স্মার্টফোন নির্মাতার প্রতিষ্ঠানের জন্য কাজ করবে স্যামসাং। পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পর্দার সঙ্গেই যুক্ত থাকবে বলেই এমনটা ধারণা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar