ad720-90

ইনস্টাগ্রামে করা যাবে অ্যাকাউন্ট যাচাই


রয়টার্স-এর
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক তাদের প্ল্যাটফর্ম ভুয়া
অ্যাকাউন্ট মুক্ত রাখতে সম্প্রতি এমন পদক্ষেপ নেয়। এর কয়েক সপ্তাহ পর একই রকম পদক্ষেপ
নিলো ফেইসবুক অধীনস্থ ইনস্টাগ্রাম, বর্তমানে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা
শতকোটির বেশি। 

মঙ্গলবার
ইনস্টাগ্রাম-এর পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানটি ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ নামে একটি
ফিচার চালু করছে যা ব্যবহারকারীদেরকে কোনো অ্যাকাউন্টের চালানো বিজ্ঞাপন, অ্যাকাউন্টটি
কোন দেশ থেকে ব্যবহার করা হচ্ছে, এর ইউজার নেইমে শেষ এক বছরে কী কী পরিবর্তন আনা হয়েছে
আর অন্যান্য তথ্য দেখাবে।

ইনস্টাগ্রাম
সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক ক্রিগার বলেন, “আমাদের প্ল্যাটফর্ম
থেকে বাজে উদ্দেশ্য থাকা লোকদের দূরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ… এর মানে হচ্ছে আপনি
যাদের ফলো করেন যার যাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা নিজেদের যে পরিচয় দিচ্ছেন তারাই
যে সে এটা নিশ্চিত করার চেষ্টা, আর বাজে লোকেরা কোনো ক্ষতি করার আগেই তাদের বন্ধ করা।”

ব্যবহারকারীদেরকে
তাদের অ্যাকাউন্টে সুরক্ষিতভাবে লগইন করতে সহায়তার লক্ষ্যে ডুয়ো মোবাইল বা গুগল অথেনটিকেটর-এর
মতো থার্ড পার্টি অ্যাপ দিয়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা ব্যবহারের সুযোগও দেওয়া
হবে ব্যবহারকারীদেরকে, বলা হয়েছে ইনস্টাগ্রামের পক্ষ থেকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar