ad720-90

স্মার্টফোনের মাধ্যমে ‘গেইমবয়’ ফেরাচ্ছে নিনটেনডো


গ্যাজেটটি
এবার ভিন্ন আঙ্গিকে আনতে যাচ্ছে জাপানি প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের কেইস হিসেবে আনা
হতে পারে ডিভাইসটি, প্রতিষ্ঠানের পেটেন্ট থেকে এমনটাই ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ
ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, নতুন একটি পেটেন্ট আবেদন করেছে নিনটেনডো, স্মার্টফোনকে
গেইমবয়-এ রূপান্তরিত করবে এই কেইসটি।

পেটেন্ট
আবেদনে ফোল্ডিং স্মার্টফোন কেইসের নকশা দেওয়া হয়েছে। এতে ফোনের পর্দার জন্য উইন্ডো
রাখা হয়েছে।

আসল
গেইমবয়-এর মতো একই ধাচে আকনিক ডি-প্যাড, এ, বি, স্টার্ট এবং সিলেক্ট বাটন রাখা হয়েছে
কেইসটিতে।

পেটেন্টে
আরও দেখা গেছে স্মার্টফোনের ক্যামেরার জন্য কেইসটিতে ক্যামেরার জন্যও ফাঁকা জায়গা রাখা
হয়েছে। তাই ধারণা করা হচ্ছে নতুন এই গেইমবয়-এ থাকতে পারে ক্যামেরা ফিচারও।

কেইসটি
স্মার্টফোনের সঙ্গে লাগানো হলে ফোনের টাচস্ক্রিনের সঙ্গে কাজ করবে গেইমবয়-এর বাটনগুলো।
ফলে একটি হাইব্রিড ডিভাইস তৈরি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কেইসটি
নিয়ে নিনটেনডো’র পরিকল্পনা কী বা কবে নাগাদ এটি বাজারে আনা হতে পারে তা স্পষ্ট করে
বলা হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar