ad720-90

উইন্ডোজ আপডেটের পর তথ্য গায়েব!


মার্কিন
টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি এখনও স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজের সর্বশেষ আপডেট দেওয়া শুরু
করেনি। শুধু যেসব ব্যবহারকারী ম্যানুয়ালি আপডেট চেক করে সর্বশেষ সংস্করণ ইনস্টল করছেন
তারাই এই আপডেট পাচ্ছেন বলে শুক্রবার প্রযুক্তি ভার্জ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

‘গুরুতর’
এ বিষয় নিয়ে অভিযোগের জন্য সামাজিক মাধ্যম ও মাইক্রোসফটের সাপোর্ট ওয়েবসাইটকে প্ল্যাটফর্ম
হিসেবে বেছে নিয়েছেন ‘উল্লেখযোগ্য’ সংখ্যক ব্যবহারকারী- বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

মাইক্রোসফট
সাপোর্ট পেইজে করা অভিযোগে এক ব্যবহারকারী বলেন, “গত রাতে আমি উইন্ডোজ ১০ আপডেট করেছি
আর সব ঠিকভাবেই হলো, কিন্তু পরে আমি দেখি আমার ডকুমেন্টসের সব ফাইল মুছে গিয়েছে। এর
মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও আর্থিক তথ্য ছিল।”

এই
অভিযোগগুলো নিয়ে এখন তদন্ত করছে মাইক্রোসফট। সাপোর্ট পেইজে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটির
পক্ষ থেকে বলা হয়, “আপডেটের পর কিছু ফাইল না পাওয়ার বিষয়ে ব্যবহারকারীদের করা অভিযোগ
নিয়ে তদন্ত করতে থাকায় আমরা উইন্ডোজ ১০ অক্টোবর ২০১৮ আপডেট (১৮০৯ সংস্করণ) স্থগিত করেছি।”
যেসব ব্যবরকারী ম্যানুয়ালি এই আপডেট ডাউনলোড করেছেন তাদেরকে এটি “ইনস্টল না করতে ও
নতুন মিডিয়া আসা পর্যন্ত অপেক্ষা করতে” পরামর্শ দেওয়া হচ্ছে মাইক্রোসফটের পক্ষ থেকে। 

চলতি
বছর সেপ্টেম্বরে মাইক্রোসফট ‘উইন্ডোজ ১০ অক্টোবর ২০১৮ আপোডেট’ আনার ঘোষণা দেয়। এতে
বর্তমান ৭০ কোটি উইন্ডোজ ১০চালিত ডিভাইসেরে জন্য আরও নতুন ও উন্নত ফিচার আনার কথা বলা
হয়। চলতি বছর ২ অক্টোবর বিশ্বব্যাপী আপডেট ছাড়া হয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar