ad720-90

উন্মোচনের আগেই বাজারে পিক্সেল ৩ এক্সএল!


উন্মোচনের
আগে কয়েক সপ্তাহ ধরে একে একে ফাঁস হয়েছে ডিভাইসটির প্রায় সব তথ্য। ডিভাইসটির পর্দা,
রঙ, ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা, ক্যামেরা এবং আরও অনেক তথ্যই এখন গ্রাহকের জানা।

এবার
ডিভাইসটি হাতে পেয়েছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। সাইটটির সম্পাদক রিচার্ড লাই ইতোমধ্যে
ডিভাইসটির একটি রিভিউ ভিডিও প্রকাশ করেছেন ইউটিউবে। ফাঁস হওয়া তথ্যের মিল পাওয়া গেছে
ভিডিওতে।

নচযুক্ত
৬.৩ ইঞ্চি পর্দা দেখা গেছে নতুন পিক্সেল ৩ এক্সএল-এ। ডিভাইসটির স্টোরেজ রাখা হয়েছে
১২৮ গিগাবাইট। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে চার গিগাবাইট র‍্যাম রয়েছে
ডিভাইসটিতে। লাইয়ের ধারণা ডিভাইসটির হাই-এন্ড মডেলে বাড়তি র‍্যাম থাকতে পারে।

নতুন
এই ডিভাইসটির ব্যাটারি বলা হয়েছে ৩৭৩২ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

এনগ্যাজেট
জানায়, ডিভাইসটির পেছনে রাখা হয়েছে ১২.২ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে রয়েছে আট মেগাপিক্সেল
ক্যামেরা, যা ‘এক্সট্রা ওয়াইড’ ছবি তুলতে সক্ষম।

৯ অক্টোবর
মঙ্গলবার পিক্সেল ৩ ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar