ad720-90

দুর্বল পাসওয়ার্ড নিষিদ্ধ ক্যালিফোর্নিয়ায়


নেট
সংযুক্ত ডিভাইসগুলোর নিরাপত্তা বাড়াতে নতুন আইন পাস করেছে মার্কিন অঙ্গরাজ্যটি। এর
ফলে বানানো বা বিক্রি করা নেট সংযুক্ত ডিভাইসগুলোর জন্য এই আইন প্রযোজ্য হবে বলে বিবিসি’র
প্রতিবেদনে বলা হয়।

নতুন
আইন অনুযায়ী প্রতিটি গ্যাজেট বানানোর সময় এতে একটি অনন্য পাসওয়ার্ড দিতে হবে।

সহজে
ধারণা করা যায় এমন পাসওয়ার্ডগুলোর কারণে এর আগে কিছু সংখ্যক সাইবার হামলা সহজে ছড়িয়ে
পড়েছে এবং আরও বেশি ক্ষতি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন
আইন অনুযায়ী যেকোনো গ্যাজেট প্রথমবার ব্যবহারের সময় এতে একটি অনন্য পাসওয়ার্ড থাকতে
হবে বা গ্রাহককে নিজস্ব কোড বানানোর সুযোগ দিতে হবে।

আইনে
এমনটাও বলা হয়েছে যে, কোনো প্রতিষ্ঠান এটি এড়িয়ে গেলে ভুক্তভোগী গ্রাহক ওই প্রতিষ্ঠানের
বিরুদ্ধে মামলা করতে পারবেন।

সাম্প্রতিক
সময়ে অনেকগুলো সাইবার হামলায় ডিফল্ট এবং সহজে ধারণা করা যায় এমন পাসওয়ার্ডের সহায়তা
নেওয়া হয়েছে। লাখো বাড়ি এবং অফিসের ডিভাইসে এ ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা হয় বলেও
জানানো হয়েছে।

২০১৬
সালে ওয়েবক্যামের মতো নেট সংযুক্ত ডিভাইসগুলোর দুর্বল পাসওয়ার্ডের সুযোগ নিয়ে টুইটার,
স্পটিফাই এবং রেডিটের মতো শীর্ষ সাইটগুলো বন্ধ করে দিয়েছিল হ্যাকাররা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar